প্রথমবারের জন্য জনসমক্ষে মাস্ক পড়লেন ট্রাম্প

বেলাগাম করোনা। দিন যত যাচ্ছে আমেরিকায় করোনা সংক্রমণের সংখ্যা পাল্লা দিয়ে বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে শনিবার প্রথমবারের জন্য জনসমক্ষে মাস্ক পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিলিটারি হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাঁর মুখে মাস্ক দেখা যায়। তিনি জানিয়েছেন, ”আমি কখনোই মাস্কের বিরুদ্ধে ছিলাম না। তবে এটার জন্য সঠিক সময় ও জায়গা আছে।”
বর্তমানে প্রতিদিন দেশে করোনা আক্রান্ত হচ্ছেন প্রায় ৬০ হাজার মানুষ। ইতিমধ্যেই আমেরিকায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার মানুষের।