Thursday, November 13, 2025

সোনা পাচারকাণ্ডে গ্রেফতার অভিযুক্ত স্বপ্না সুরেশ

Date:

Share post:

কেরলের সোনা পাচারকাণ্ডে অভিযুক্ত স্বপ্না সুরেশকে গ্রেফতার করল এনআইএ। একইসঙ্গে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে আরও এক অভিযুক্ত সন্দীপ নায়ারকে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সূত্রে খবর, আগামী বুধবার তাঁদের আদালতে তোলা হবে।

গত বুধবার এনআইএ-কে এই মামলার তদন্তের ভার দিয়েছিল কেন্দ্র। স্বপ্না ও সন্দীপ সহ ফাজিল ফরিদের বিরুদ্ধে শুক্রবার বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (১৯৬৭)-এর ১৬, ১৭ এবং ১৮ ধারায় মামলা রুজু করা হয়। কিন্তু ফেরার ছিলেন স্বপ্না ও সন্দীপ।

তিরুঅনন্তপুরমে আরব আমিরশাহি দূতাবাসেই লিয়াজোঁ অফিসার পদে ছিলেন স্বপ্না। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দফতরের তথ্যপ্রযুক্তি প্রচার সংক্রান্ত বিষয়টিও সামলাতেন। ইতিমধ্যেই বাম সরকারের প্রধান সচিব এম শিবশঙ্করকে বরখাস্ত করা হয়েছে। ওই আইএএস অফিসারের ঘনিষ্ঠ ছিলেন স্বপ্না সুরেশ। স্বাভাবিভাবেই ঘটনায় নাম জড়িয়ে যায় সরকারের।

প্রসঙ্গত, গত ৪ জুলাই তিরুঅনন্তপুরম বিমানবন্দরে ৩০ কিলোগ্রাম সোনা আটক করেছিল শুল্ক দফতর। ওই সোনার বাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকা। অভিযোগ, সংযুক্ত আরব আমিরশাহি থেকে ‘ডিপ্লোম্যাটিক কার্গো’ হিসেবে কেরলে ওই সোনা পৌঁছয়। ঘটনায় জড়িত সন্দেহে তিরুঅনন্তপুরমে সৌদি আরবের দূতাবাসের প্রাক্তন জনসংযোগ আধিকারিক সরিথ কুমারকে গ্রেফতার করে শুল্ক দফতর।

spot_img

Related articles

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...