Tuesday, May 13, 2025

সদলবলে পাইলট দিল্লিতে, কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে রাজস্থানও ? জল্পনা তুঙ্গে

Date:

মরুরাজ্য রাজস্থানে সংকটে কংগ্রেস সরকার। আশঙ্কা, মধ্যপ্রদেশের নাটক রাজস্থানেও মঞ্চস্থ হতে পারে৷

এই জল্পনা চরমে উঠেছে রাজস্থানের উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি শচীন পাইলট মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক এড়িয়ে ২৫ জন অনুগামী বিধায়ককে নিয়ে দিল্লি পৌঁছানোর ঘটনায়৷ রাজনৈতিক মহলের ধারনা কংগ্রেস হাই কম্যাণ্ড সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে মরুরাজ্যে সত্যিই সংকটে পড়বে অশোক গেহলট সরকার।

শনিবার পর পর অনেক ঘটনা ঘটেছে৷ মুখ্যমন্ত্রী অশোক গেহলট সাংবাদিক বৈঠকে প্রথমে অভিযোগ করেন, বিজেপি তাঁর সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছে৷

সাংবাদিক বৈঠক শেষ হওয়ার পরই রাজস্থানের ৩ জন নির্দল বিধায়কের বিরুদ্ধে তদন্ত শুরু করে রাজস্থান সরকারের দুর্নীতিদমন শাখা। মুখে দুর্নীতির তদন্তের কথা বলা হলেও এই ৩ বিধায়কের বিরুদ্ধে গেহলট-ঘনিষ্ঠদের অভিযোগ, এরা সরকার ফেলার চেষ্টা করছেন৷ অথচ, এই ৩ জনই এখনও কংগ্রেস সরকারকেই সমর্থন করছেন।

এরপরেই মুখ্যমন্ত্রী গেহলট মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন। ওই বৈঠকে গরহাজির থাকেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি শচীন পাইলট। এবং চাঞ্চল্যকরভাবে পাইলট মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠককে বুড়ো আঙুল দেখিয়ে চলে গেলেন দিল্লি। সঙ্গে ২৫ জন বিধায়ক, এরা সকলেই পাইলট-ঘনিষ্ঠ৷
দিল্লি পৌঁছে পাইলট বলেছেন, তিনি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে চান। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, মুখ্যমন্ত্রী গেহলটের কাজে একেবারেই সন্তুষ্ট নন তিনি। পাইলট ঘনিষ্ঠদের অভিযোগ গেহলট তাঁদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছেন৷ এমন ভাব দেখাচ্ছেন, যেন তাঁরা কংগ্রেস নয়, বিরোধী দলের বিধায়ক ৷ যে ৩ নির্দল বিধায়কের বিরুদ্ধে গেহলট সরকার তদন্ত শুরু করেছে, তাঁরাও পাইলটের সঙ্গেই দিল্লিতে এসেছেন।

দিল্লি সূত্রের খবর, পাইলট. মুখ্যমন্ত্রী গেহলটের উপর এতটাই ক্ষিপ্ত যে রবিবার সোনিয়া গান্ধীর সাক্ষাৎ না পেলে সরকারের উপর থেকে পাইলট-বাহিনী সমর্থন প্রত্যাহার করে নিতে পারেন৷
প্রসঙ্গত, মধ্যপ্রদেশের মতো রাজস্থানেও সরকার গঠনের সময় গোল পাকিয়ে রাখে হাই কম্যাণ্ড৷ মধ্যপ্রদেশে কমল নাথ এবং রাজস্থানে গেহলটকে ক্ষমতায় বসাতে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং শচীন পাইলটকে ‘সাইড’ করে দেওয়া হয়৷ এর পরিনামে মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য দলবদল করে বিজেপিতে যোগ দেন এবং ইস্তফা দিতে হয় কমল নাথ সরকারকে৷

এবার যদি রাজস্থানে একই পথে হাঁটেন শচীন পাইলট, সেক্ষেত্রে সংকটে পড়বে গেহলট সরকার৷
প্রথম থেকেই গেহলটের উপর অসন্তুষ্ট কংগ্রেসের নয়া প্রজন্মের এই নেতা। এবার সেই ক্ষোভ একটা পাকাপাকি রূপ নিতে পারে বলেই মনে করা হচ্ছে৷ মধ্যপ্রদেশে সিন্ধিয়া দল ছাড়ার পর পাইলটেরও দল ছাড়া নিয়ে জল্পনা চলছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে কংগ্রেসের আর একটি দুর্গের পতন হতে পারে, যদি না এআইসিসি শচীন পাইলটের উপর আস্থা প্রদর্শন করে৷

Related articles

সিবিএসই দশমের ফল প্রকাশ: সামান্য বাড়ল পাশের হার

একই দিনে প্রকাশিত সিবিএসই (CBSE) দশম ও দ্বাদশের ফল। সাধারণত একই দিনে এই দুই পরীক্ষার ফল প্রকাশ হয়।...

রাজ্যে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মহার্ঘ হল জ্বালানি

ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে দাম বাড়লো জ্বালানির (Fuel Price hike)। সোমবার থেকে বাংলার জুড়ে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে।...

ব্রাজিলের গুস্তাভো হেনরিককে আনার পথে ইস্টবেঙ্গল

নতুন মরসুমে দল গঠনে একের পর এক চমক ইস্টবেঙ্গলের(Eastbengal)। এবার ব্রাজিলিয়ান স্ট্রাইকার গুস্তাভো হেনরিককে(Gustavo Henrique) নেওয়ার পথে ইস্টবেঙ্গল।...

দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতমের রহস্যমৃত্যু!

বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের (Rinku Majumder) প্রথমপক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের (Pritam)...
Exit mobile version