সময় যত এগোচ্ছে পাহাড়ের প্রত্যন্ত এলাকায় সংকটজনক রোগীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু জানেন কী? এই সংকটজনক রোগীদের বাঁচাতে সবচেয়ে বেশি প্রয়োজন যেটি, তাহল ভেন্টিলেটর। আর এই ভেন্টিলেটর মাত্র 3500 টাকায় তৈরি করে তাক লাগিয়ে দিলেন বায়ুসেনার বিশ্বরেকর্ডধারী পাইলট তথা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ডিরেক্টর জয় কিষাণ ও তার সতীর্থরা।
এই ভেন্টিলেটরের নাম দেওয়া হয়েছে অ্যাম্বু ব্যাগ। পাহাড়ের অ্যাম্বুলেন্স ও গ্রামে এই ভেন্টিলেটর সহজেই ব্যবহার করা সম্ভব । ব্যাটারি এবং বিদ্যুৎ দুভাবেই চলতে পারে এই কম দামি ভেন্টিলেটর।
সংকটজনক রোগীদের বাঁচাতে নতুন দিশা দেখাচ্ছে হাতে তৈরি ৩৫০০ টাকার ভেন্টিলেটর
Date:
Share post: