Saturday, November 22, 2025

এসআইআর কাজে বিএলওদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে! জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

Date:

রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর-এর কাজ যাতে নির্বিঘ্নে এগোয়, সেই নির্দেশ ফের স্পষ্ট করল নবান্ন। শনিবার সব জেলার জেলা শাসকদের সঙ্গে প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জানান, বুথ লেভেল অফিসার বা বি-এল-ওদের কাজে সর্বাত্মক সহযোগিতা করতে হবে প্রশাসনের অন্য স্তরের আধিকারিকদের। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বিভিন্ন দফতরের আধিকারিকদের সহায়তার বিষয়টি তিনি গুরুত্ব দিয়েই মনে করিয়ে দেন।

তবে শুধু এসআইআর নয়, উন্নয়নমূলক প্রকল্পগুলিও যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সে দিকেও বিশেষ নজর দিতে বলেছেন মুখ্যসচিব। প্রশাসনিক সূত্রের খবর, বিশেষ করে গ্রামাঞ্চলে রাস্তা সংস্কারের কাজ এবং চলমান প্রকল্পগুলির গতিবৃদ্ধির ওপর বাড়তি জোর দেন তিনি। শীতের মরশুমে পরিকাঠামো উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেন।

এদিনের বৈঠকে মুখ্যসচিব জানান, একদিকে রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে, অন্যদিকে পরিকাঠামো—সহ উন্নয়ন প্রকল্পের অগ্রগতিও যেন সমান তৎপরতায় পর্যবেক্ষণ করা হয়। এসআইআরের চাপ দেখিয়ে উন্নয়নে কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি। রাজ্যের দরজায়–দরজায় চিকিৎসা পরিষেবা বা ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট চালু হওয়ায়, সেই পরিষেবার কার্যকারিতার দিকেও নজর রাখতে বলেছেন মুখ্যসচিব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধিত এই পরিষেবায় কোথাও সমস্যা দেখা দিলে দ্রুত সমাধান করতে হবে বলে নির্দেশ। সূত্রের খবর, ‘আমাদের পাড়া–আমাদের সমাধান’ প্রকল্প ২০২৬ সালের জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ডিসেম্বর মাসে ১৬ লক্ষ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা রয়েছে— সেই তালিকাও খতিয়ে দেখতে বলেছেন মুখ্যসচিব।

আরও পড়ুন- রুক্মিনীর উপস্থিতিতে গোয়ার চলচ্চিত্র উৎসবে ‘হাঁটি হাঁটি পা পা’-র প্রথম স্ক্রিনিং

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এসআইআরের সেরা কর্মীদের বিশেষ সম্মাননা, তৎপরতা বাড়াতে উদ্যোগ কমিশনের

এসআইআর-এর এনুমারেশন প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক দক্ষতা দেখানো বুথ লেভেল অফিসারদের (বিএলও) পুরস্কৃত করতে চলেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের...

রুক্মিনীর উপস্থিতিতে গোয়ার চলচ্চিত্র উৎসবে ‘হাঁটি হাঁটি পা পা’-র প্রথম স্ক্রিনিং

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অর্থাৎ গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম স্ক্রিনিং হল চিরঞ্জিৎ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্র (Rukhmini...

খালিদের দলে বাড়ছে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের সংখ্যা! জল্পনা বাড়ালেন ইয়ান

জাতীয় দলে বাড়ছে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের সংখ্যা! রায়ান উইলিয়ামস ইতিমধ্যেই  ভারতীয় দলে খেলার ছাড়পত্র পেয়েছেন। এবার ভারতীয় দলের...

SIR রাজনৈতিক গণহত্যা! ‘দেশ বাঁচাও গণমঞ্চে’র সাংবাদিক বৈঠক থেকে সরব নির্মলার স্বামী প্রভাকর

SIR একটি রাজনৈতিক গণহত্যা। কেন্দ্রীয় সরকার এর মাধ্যমে অধিকাংশ মানুষকে বঞ্চিত করছে তাঁদের মৌলিক রাজনৈতিক অধিকার থেকে। শনিবার...
Exit mobile version