এসআইআর-এর এনুমারেশন প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক দক্ষতা দেখানো বুথ লেভেল অফিসারদের (বিএলও) পুরস্কৃত করতে চলেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, যাঁরা নিজেদের বুথে ৯৯ শতাংশের বেশি ফর্ম সংগ্রহ ও ডিজিটাইজেশন সফলভাবে সম্পন্ন করেছেন, তাঁদের বিশেষ সম্মান জানানো হবে।
কমিশনের মতে, এই উদ্যোগ শুধু দক্ষ কর্মীদের স্বীকৃতি দেওয়া নয়, বরং তাঁদের কাজকে সামনে এনে অন্য বিএলওদেরও উৎসাহিত করা। এজন্য পুরস্কৃত আধিকারিকদের ছবি ও ভিডিও–বার্তা সামাজিক মাধ্যমে প্রচার করার সিদ্ধান্ত হয়েছে। রবিবার থেকেই এই প্রচার শুরু করবে কমিশন। কমিশনের সর্বশেষ হিসেব বলছে, শনিবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত রাজ্যের ৩ কোটি ১৫ লক্ষ এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করা হয়েছে, যা মোট ফর্মের ৪১.২০ শতাংশ। কমিশনের ধারণা, যাঁরা লক্ষ্য ছাড়িয়ে আগেভাগে কাজ শেষ করেছেন, তাঁদের কাজ তুলে ধরা গেলে গোটা প্রক্রিয়ার গতি আরও বাড়বে।
আরও পড়ুন- এসআইআর কাজে বিএলওদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে! জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের
_
_
_
_
_
_
_
_
