ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অর্থাৎ গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম স্ক্রিনিং হল চিরঞ্জিৎ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্র (Rukhmini Maitra) অভিনীত অর্ণব মিদ্যা পরিচালিত ছবি ‘হাঁটি হাঁটি পা পা’।
বৃদ্ধ বাবা ও তাঁর মেয়ের সম্পর্কের রসায়নের ছবি ‘হাঁটি হাঁটি পা পা’। কিছুদিন আগেই এই ছবি-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হয় ফ্লোটেলে। একজন তরুণী এবং তাঁর বৃদ্ধ বাবার গল্প বলে ‘হাঁটি হাঁটি পা পা’-যাঁরা পারিবারিক গতিশীলতার সূক্ষ্ম জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন।
মুক্তির আগে শনিবার দেখানো হল এই ছবি। শুক্রবারই গোয়া উড়ে গিয়েছেন রুক্মিনী। এদিন সন্ধেয় সাদা গাউনে মোহময়ী রূপে ধরা দিলেন নায়িকা
২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত গোয়ায় চলবে এই চলচ্চিত্র উৎসব। ‘হাঁটি হাঁটি পা পা’ মুক্তি পাবে ২৮ নভেম্বর।
–
–
–
–
–
–
