সৌর জগতের সর্বাপেক্ষা বৃহত্তম গ্রহ বৃহস্পতি। কিন্তু তার থেকেও আরও বড় গ্রহ রয়েছে। বাদামী বর্ণের বামন গ্রহের ওজন বৃহস্পতির থেকে অন্তত ৭৫ গুণ বেশি। যা আবিষ্কার করে দেখিয়েছেন নাসার বিজ্ঞানীরা।

১১ জুলাই নাসার এক প্রেস বিজ্ঞপ্তিতে জ্যোতির্বিদ জ্যাকি ফাহার্টি বলেছিলেন, “নাসার নেউইসিআই উপগ্রহ থেকে পাঠানো তথ্য পাঠিয়েছে। বাদামি বর্ণের বামন গ্রহ সম্পর্কে বিজ্ঞানীদের কৌতুহল বাড়িয়েছে। যা ১০ বিলিয়ন বছর বয়সী এবং বৃহস্পতির থেকে ৭৫ গুণ ওজন বেশি।” চলতি বছর ফেব্রুয়ারি মাসে ‘ব্যাকইয়ার্ড ওয়ার্ল্ডস’ একটি প্রবন্ধ থেকে জানা গিয়েছে, জ্যোতির্বিজ্ঞানীরা নাসার বিজ্ঞানীদের সূর্য থেকে ১০০ আলোকবর্ষ দূরে অবস্থিত এক বাদামি বর্ণের বামনের অস্তিত্ব খুঁজে পেয়েছে।