মৃত বিধায়কের পকেট থেকেই পাওয়া গেল সুইসাইড নোট!

পকেটেই পাওয়া গেল সুইসাইড-নোট। আর সেই সুইসাইড নোটে দু’জনকে দায়ী করেছেন বিধায়ক। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেটি তাঁর স্ব-ইচ্ছায় লেখা, নাকি তাঁকে জোর করে লেখানো হয়েছিল! আপাতত পুলিশের হেফাজতে সুইসাইড নোট।

রহস্যজনকভাবে উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যু নিয়ে গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক মহল তোলপাড়। আর তার জেরেই আগামীকাল উত্তর দিনাজপুরে ১২ ঘন্টার বনধ ডাকল বিজেপি। জেলা তৃণমূল সভাপতি কানহাইয়ালাল বলেন, ময়না তদন্ত হোক। আর তারপরেই তদন্ত হলেই বোঝা যাবে খুন না আত্মহত্যা! উত্তরবঙ্গের কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, গোটা ঘটনার সঙ্গে পুরুলিয়ার ঘটনার মিল পাওয়া যাচ্ছে। খুন করে ঝুলিয়ে দেওয়ার যে অভিযোগ তা অস্বীকার করার কোনও কারণ ঘটেনি, বলছেন জেলার তৃণমূল সমর্থকরা। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ কুকুর নিয়ে ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। বিধায়কের পরিবার বলছে, কোনও কারনেই উনি আত্মহত্যা করেননি। খুন হয়েছেন। নিরপেক্ষ তদন্তে প্রমাণিত হবে।

Previous articleপ্রয়াত হলেন নেলসন মেন্ডেলার কন্যা জিন্দজি মেন্ডেলা
Next articleবৃহস্পতির থেকেও বড়! নতুন গ্রহের সন্ধান দিল নাসা