এবার মধ্যপ্রদেশের কংগ্রেসে ভাঙন? বিজেপিতে আরও সাত বিধায়ক

রাজস্থানের পর এবার মধ্যপ্রদেশে কংগ্রেসের ঘর ভাঙালো বিজেপি। কংগ্রেসের প্রদ্যুম্ন সিং লোধি হাত ছেড়ে এবার পদ্মে শামিল হলেন। জানা গিয়েছে, আরও ৬ জন কংগ্রেস বিধায়ক যোগদান করবেন বিজেপিতে।

মধ্যপ্রদেশের ছাত্তারপুর জেলার বড় মালহারা আসনটিতে ২০ বছর পর বিজেপিকে হারিয়ে জয়ী হয়েছিলেন কংগ্রেসের প্রদ্যুম্ন সিং লোধি। শনিবার তিনি যোগ দিয়েছেন বিজেপিতে। প্রথমে তিনি বিধানসভার স্পিকারের কাছে গিয়ে নিজের ইস্তফাপত্র জমা দেন। তারপর মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করে বিজেপিতে যোগ দেন।