রাজবভনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে বিধায়ক খুনে সিবিআই তদন্ত চেয়ে এলো বিজেপি প্রতিনিধি দল। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে দলটি বিকেলে মিছিল করার পর রাজভবনে যায়। দলের বক্তব্য, রাজ্যে সন্ত্রাসের রাজত্ব চলছে। বিরোধী নেতাদের খুন করা হচ্ছে। পুরুলিয়া থেকে শুরু। রাজ্যে এখনও পর্যন্ত ১০৫ জন বিজেপি কর্মী মারা গিয়েছেন। এই অবস্থায় আইনের শাসন কার্যত নেই। পুলিশও সরকারি দলের হয়ে কাজ করছে। তাই বিধায়ক খুনের আসল রহস্য উদঘাটনে সিআইডি তদন্ত নয়, বিজেপির দাবি সিবিআই তদন্ত। প্রতিনিধি দলে ছিলেন রাহুল সিনহা, সব্যসাচী দত্ত, অর্জুন সিং, জয়প্রকাশ মজুমদার সহ অন্যান্য নেতা। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেছেন সিবিআই তদন্তের প্রয়োজন মনে করছে না সরকার। রাজ্য সরকারই যথেষ্ট এই ঘটনার তদন্ত করার জন্য। বিজেপি এখন মৃতদেহ নিয়ে রাজনীতি করা শুরু করেছে।