Monday, November 17, 2025

কলকাতার কোভিড হাসপাতালের বেড দেওয়া গেল না দেবদত্তাকে! অভিজিৎ ঘোষের কলম

Date:

অভিজিৎ ঘোষ

চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়। কোভিড আক্রান্ত হয়ে মারা গেলেন। প্রশ্ন উঠেছে দেবদত্তাকে কেন কলকাতার কোভিড হাসপাতালে ভর্তি করা গেল না! কোভিডের বিরুদ্ধে যাঁরা যুদ্ধ করছেন, মানুষের পাশে থাকছেন, নিশ্চিতভাবে দেবদত্তা তাদের অন্যতম, ফ্রন্ট লাইন ওয়ারিওর। তাহলে কেন আক্রান্ত হওয়ার শুরুতেই তাঁর জন্য কোভিড হাসপাতালের একটি বেড জুটল না!

দেবদত্তার বাড়ি দমদমের লিচুবাগানে। তাঁর সঙ্গে স্বামীও করোনায় আক্রান্ত হন। প্রথমে চিকিৎসা করাচ্ছিলেন বারাকপুরে। অবস্থা খারাপ হওয়ায় শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে আনা হয়। সেখানে আনার ২৪ ঘন্টার মধ্যে তাঁর মৃত্যু হয়। কেন তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ, এসএসকেএম কিংবা বেলেঘাটা আইডিতে ভর্তি করা গেল না! কেন রাজ্যের একজন ফ্রন্টলাইন যোদ্ধাকে সেরা চিকিৎসা দেওয়া গেল না! পরিবারের পক্ষ থেকে জেলা শাসকের দফতরে অনুরোধও গিয়েছিল বলে খবর। কিন্তু বেড মেলেনি। দেবদত্তাকে একটু ভাল চিকিৎসা দেওয়া যায়নি।

এখানেই প্রশ্ন, রাজ্য সরকার প্রত্যেকদিন ঢাকঢোল বাজিয়ে বলছে, এই হাসপাতালে এত বেড, ওই হাসপাতালে এত কোভিড বেড রয়েছে। সেগুলো হচ্ছে কী? কোন হাসপাতালে কত বেড খালি রয়েছে তা হাসপাতালের বাইরে ডিসপ্লে বোর্ডে থাকবে না কেন! পৃথক কোভিড ওয়েবসাইট করে সেখানে কেন ঘন্টায় ঘন্টায় আপ ডেট করা হবে না সরকারি-বেসরকারি কোভিড-নন কোভিড বেডের হিসাব? কেন শুভ্রজিৎ, অশোকদের রেফারের জাঁতাকলে বারবার প্রাণ দিতে হবে, অথচ প্রশাসনের চক্ষু উন্মীলন হবে না! কোনও কোনও বেসরকারি হাসপাতাল সরকারের চোখের সামনে কেন টাকা লুঠ করবে? কোভিড চিকিৎসার প্যাকেজ কোন যুক্তিতে ঢাকঢোল বাজিয়ে কলকাতারই বেসরকারি হাসপাতাল বলবে ১০লক্ষ টাকা! চিকিৎসা কেন শুধু পয়সাওয়ালাদের জন্য হবে? কেন সরকার কোভিড চিকিৎসার খরচ বেঁধে দেবে না। টেস্টের মূল্য যদি বেঁধে দেওয়া যায়, তবে কোভিড চিকিৎসার নয় কেন?

দেবদত্তার মৃত্যুর পর মায়া কান্না কেঁদে কোনও লাভ নেই। এই লড়াই দীর্ঘকালীন। তাই প্রশাসন তেলা মাথায় তেল না দিয়ে আসল কাজটা করুক। রোগীকে হাসপাতাল থেকে ফেরানো যাবে না, এসব গালভরা সিদ্ধান্তের মস্করা বন্ধ হোক। স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জড়িত সব কর্তাব্যক্তিরা রাস্তায় নামুন। হাল দেখুন, হাল শোধরান, হাল বদলান। নইলে শিওরে সর্বনাশ। হ্যাঁ, বলছি, সবদিক দিয়েই সর্বনাশ। তখন কে সামাল দেবে!!

Related articles

বাংলায় ঢালাও সুবিধা, সেই সব দাবিতে ডবল ইঞ্জিন অসমে পথে চাবাগান শ্রমিকরা

প্রতিবেশী রাজ্যে ঢালাও সুবিধা। জীবনযাপনের মান থেকে পরিবারের নিরাপত্তায় একের পর এক দায়িত্ব পালন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

শুট অ্যাট সাইট নির্দেশ ইউনূস প্রশাসনের! হাসিনার রায় বেরোনোর আগে উত্তপ্ত ঢাকা

বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shiekh Hasina)। সেই অভিযোগের বিচার...

আরজেডি শিবিরে অশান্তি অব্যাহত, শহর ছাড়লেন লালুর চার কন্যা

নির্বাচনে হারের পর থেকে সময়টা কিছুতেই ভালো কাটছে না আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ও তাঁর দল আরজেডির...

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...
Exit mobile version