গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে কিছুটা স্বস্তির খবর, সুস্থতার হারও বাড়ছে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৯০ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩২,৮৩৮। এই সময়ের মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ২৪ জন করোনা রোগীর। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮০। আজ, মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১১,৯২৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৭১৮ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯,৯৩১।
