Tuesday, May 6, 2025

প্রেমিক হিসেবে তিনি বেশ সফল। তাঁর হাত ধরেই তার প্রেমিকার রুপালি পর্দায় আগমন। পরপর জুটি বেঁধে ছবি উপহার। এসব ভালোই চলছিল কিন্তু হঠাৎ কেন যে বান্ধবীকে ইম্প্রেসড করতে কবিতা লিখতে গেলেন দেব! আর সেটা লিখেই সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছেন টলিউডের সুপারস্টার। কবিতা নিয়ে রুক্মিণীর সঙ্গে তাঁর কথা হচ্ছিল। সেখানেই কবিতা লেখা কোন ব্যাপারই না এমন ভাব করে দেব চার লাইনের একটি কবিতা লেখেন। কবিতাটির বঙ্গানুবাদ করলে দাঁড়ায়-

‘একটা গাছ ছিল। একটা চারা ছিল।
গাছটি চারাকে জিজ্ঞেস করল, তুমি কেমন আছো?
চারাটি জবাব দিল, আমি ঠিক আছি, তুমি কেমন আছো?

নিজের টুইটার হ্যান্ডেল এই কবিতা পোস্ট করেন খোদ দেবের বান্ধবী রুক্মিণী মৈত্র। আর পোস্ট করে নিজেই প্রথম সেটিকে ট্রোল করেন। আর তারপরে এই পোস্ট ঘিরে বয়ে যায় ট্রোলের বন্যা। কী লিখেছেন? কেন এরকম কবিতা লিখলেন? কেউ বলছেন প্রচন্ড মজার বিষয়। তার উত্তরে রুক্মিণী বলেছেন, “এটাতে মজা লাগছে, এটা অত্যাচার”।
হাসির ফোয়ারা ছুটছে এই পোস্টকে ঘিরে। এখন প্রশ্ন হচ্ছে, টলিউডের এই হ্যান্ডসাম হাঙ্ক হঠাৎ নিজেকে কবি হিসেবে দাবি করতে চাইলেন কেন? না কি তিনি ভেবেছিলেন, অভিনয়, নাচের পাশাপাশি কবিতাটাও তিনি অনায়াসে লিখে ফেলতে পারেন!

সোমবার রুক্মিণী টুইটারে দেবের লেখা কবিতা পোস্ট করে লেখেন- “দেব বলল সেও নাকি মন থেকে একজন কবি! আর পাঁচ মিনিট পর দেখুন আমাকে কী পাঠাল! বলল এটা না কি ও লিখেছে। আমার আর কিছু বললবার নেই। আমি শুধু দুনিয়াকে জানাতে চাই দেখুন ওঁর বন্ধুদের কোন অবস্থার মধ্যে ফেলে ও”।

রুক্মিনী প্রকাশ্যে দেবকে ট্রোল করায় হেসে লুটোপুটি খাচ্ছেন অনুরাগী ও টলিউডের বন্ধুরাও।
রুপোলি পর্দায় রুক্মিনীর সঙ্গে ইতিমধ্যেই পাঁচটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন দেব। চ্যাম্প, কবীর, ককপিট, কিডন্যাপ এবং পাসওয়ার্ড ছবিতে এই জুটিকে দেখেছে দর্শক। তাঁদের প্রেমপর্বটা চলছে জমিয়ে। সম্প্রতি রুক্মিণীর জন্মদিনে পাশে ছিলেন দেব। তাঁকে আর মাকে নিয়ে কেক কাটেন টলিউডের এই অভিনেত্রী। কিন্তু দেবের এই কাব্য প্রতিভা রুক্মিণীকে সর্বসমক্ষে তাঁকে নিয়ে মজা করা থেকে বিরত করতে পারেনি।

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version