Monday, November 17, 2025

আইকোরে সুপ্রিম কোর্টে সুমন, সারদার ওয়ারেন্ট দিল সিবিআই

Date:

Share post:

আইকোর কেলেঙ্কারিতে গ্রেপ্তার সুমন চট্টোপাধ্যায় দীর্ঘদিন ভুবনেশ্বর জেলে বন্দি। ওড়িশার আদালতে বারবার জামিনের আবেদন খারিজের পর সুমন এবার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। শুনানিপর্ব শুরু হয়েছে। যেহেতু দেড় বছরের বেশি বন্দি সুমন, তাই তাঁর শিবির আশা করছে এবার জামিন হয়ে যেতে পারে। সিবিআই সূত্রে খবর, তাঁরা দিল্লি অফিসকে বিষয়টি জানিয়েছেন। পূর্বাঞ্চল ও দিল্লি সমন্বয় রেখে এই মামলায় তাঁদের আইনজীবী থাকছেন।

এদিকে, সিবিআই সূত্রেরই খবর, এরই মধ্যে সুমনকে আরেকটি মামলার প্রোডাকশন ওয়ারেন্ট ধরিয়েছেন তাঁরা। এই মামলাটি সম্ভবত সারদার। তবে আইকোরের দ্বিতীয় মামলাও হতে পারে। সিবিআইসূত্রে খবর, এর আগেই এই মামলায় সুমনকে টানার কথা ছিল। কিন্তু চিকিৎসার কারণে অ্যাপোলো হাসপাতালে থাকায় তা সম্ভব হয়নি। এবার তাঁরা দরকারে হাসপাতাল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুমনকে হাজির করার আবেদন করেছেন। বুধবার 15 জুলাই ভুবনেশ্বরের আদালতে এই উপস্থিতির কথা। সেইমত প্রস্তুত থাকতে পূর্বাঞ্চলীয় দপ্তর ভুবনেশ্বরের অফিস ও আইনজীবীদের বার্তা পাঠিয়েছে। এই মামলাটি ঠিক কোন্ মামলা তা সিবিআই সূত্রটি নিশ্চিত করে বলেননি। তবে ঘটনা হল যদি দ্বিতীয় কোনো মামলা দিয়েও সুমনকে টানে সিবিআই, তাহলে প্রথম মামলায় জামিন পেলেও তাঁর জেলমুক্তি ঘটবে না। কারণ পরের মামলাতেও জামিন দরকার।

এদিকে, লক্ষ্যণীয়, যদি আদৌ সারদা মামলায় সুমনকে তারা হেফাজতে চায়, তাহলে বিষয়টি নজর রাখার মত। কারণ সারদার বৃহত্তর ষড়যন্ত্রের মূল মামলাটি চলছে কলকাতার আলিপুর আদালতে। সুমনকে ভুবনেশ্বর আদালতে হাজিরার কথা বলা হল কেন? তাহলে কি সিবিআই সারদার কোনো মামলাকে ভুবনেশ্বরে শক্তিশালী করছে? সিবিআইসূত্রে অবশ্য এর কোনো নিশ্চিত উত্তর পাওয়া যায়নি।

এদিকে আর একটি সূত্র বলছে এটি আইকোরের মামলাতেই ইডির নোটিস। ইডি তাদের মামলায় সুমনকে হেফাজতে চাইছে।
এই প্রোডাকশন ওয়ারেন্টটি ঠিক কাদের, তা এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না।

spot_img

Related articles

বাংলাদেশে মৌলবাদী সংগঠন বাড়াচ্ছেন ইউনূস: সাজা ঘোষণার আগে সরব শেখ হাসিনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ঘোষণা হবে সাজা। তাতে মৃত্যুদণ্ডের সম্ভাবনা। তা সত্ত্বেও বহু বছরের প্রচেষ্টায় যে আওয়ামী লিগকে প্রতিষ্ঠা...

দিল্লি বিস্ফোরণে গাড়ি ভর্তি ছিল IED! দিল্লিতেই লুকিয়ে ছিল উমরের সহযোগী

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার আত্মঘাতী জঙ্গি উমরের সহযোগী আমির রশিদ আলি। আশ্চর্যজনকভাবে সেই আমির দিল্লিতে লুকিয়ে থাকলেও প্রায়...

বাংলায় ঢালাও সুবিধা, সেই সব দাবিতে ডবল ইঞ্জিন অসমে পথে চাবাগান শ্রমিকরা

প্রতিবেশী রাজ্যে ঢালাও সুবিধা। জীবনযাপনের মান থেকে পরিবারের নিরাপত্তায় একের পর এক দায়িত্ব পালন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

শুট অ্যাট সাইট নির্দেশ ইউনূস প্রশাসনের! হাসিনার রায় বেরোনোর আগে উত্তপ্ত ঢাকা

বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shiekh Hasina)। সেই অভিযোগের বিচার...