সংক্রমণ বৃদ্ধির জের, বিহারে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা সরকারের

দেশ জুড়ে বাড়ছে মারণ ভাইরাসের সংক্রমণ। পিছিয়ে নেই বিহারও। ২৪ জন শীর্ষ বিজেপি নেতা করোনা পজিটিভ। এরপরই লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় নীতীশ কুমারের সরকার। এই খবর প্রকাশ্যে আসার পরেই উদ্বিগ্ন হয়ে পড়েছে গেরুয়া শিবির। বিজেপির ৭৫ জন নেতার নমুনা পরীক্ষা করা হয়। এরপর ২৪ জন নেতার রিপোর্ট পজিটিভ আসে। এদিকে সোমবার পাটনা মেডিক্যাল কলেজের এক চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। বিহারের স্বরাষ্ট্রসচিবও করোনা পজিটিভ।

Previous articleএবার করোনায় আক্রান্ত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী
Next articleকলকাতার কোভিড হাসপাতালের বেড দেওয়া গেল না দেবদত্তাকে! অভিজিৎ ঘোষের কলম