Thursday, August 28, 2025

ভাইরাস সংক্রমণ: চন্দননগরে সদ্য বিবাহিতা শিক্ষিকার মৃত্যু

Date:

মারণ ভাইরাস সংক্রমণে এক প্রাথমিক শিক্ষিকার মৃত্যু ঘিরে আতঙ্ক চন্দননগরে। মৃতের নাম সৌমি সাহা, বাড়ি চন্দননগরের মুন্সি পুকুর এলাকায়। লকডাউনের মধ্যেই বিয়ে হয় এই শিক্ষিকার। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ব্যান্ডেল ইএসআই হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পোলবার কাশ্বরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সৌমি তৃণমূল প্রাথমিক শিক্ষা সংসদের সক্রিয় সদস্যা ছিলেন। জেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন সৌমি। তাই তাঁকে কোনও দিনই কোনও ভারী কাজ করতে দেওয়া হত না। সম্প্রতি শ্বাসকষ্ঠের সেই সমস্যা প্রকট হয়। দিন চারেক আগে তাঁকে ভর্তি করা হয় চন্দননগর মহকুমা হাসপাতালে।

সেখানে তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। তার পরেই তাঁকে স্থানান্তরিত করা হয় ব্যান্ডেল ইএসআই হাসপাতালে। এদিন সকালে সেখানেই মৃত্যু হয় শিক্ষিকার। দিন পঁচিশ আগে লকডাউন চলাকালীনই বিয়ে করেন সৌমি। স্বামী দিল্লিতে থাকতেন। শিক্ষক সংসদের সক্রিয় কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তী। তিনি বলেন, দল এবং শিক্ষক সংগঠনের একজন সক্রিয় কর্মীকে হারালেন। সংগঠনে বা দলের কাজ কর্মে সৌমির সক্রিয় ভূমিকা নিয়ে কোনও প্রশ্ন ছিল না। বরাবরই সংগঠনের তরফে আয়োজন করা নানা অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা পালন করতেন।
শিক্ষিকার বাড়িতে বাবা নারায়ণ সাহাও করোনা আক্রান্ত, তাঁরও চিকিৎসা চলছে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version