প্রকাশিত হল সিবিএসই দশমের ফল, পাশের হার ৯১.৪৬ শতাংশ

মাধ্যমিকের পর এবার সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হল। টুইট করে ছাত্রছাত্রীদের ফল প্রকাশের কথা জানালেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল। মেধা তালিকা ছাড়াই প্রকাশ করা হয়েছে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষার ফলাফল। আপডেট অনুসারে, প্রায় ১৮ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। সিবিএসই জানিয়েছে, ১.৮৪ লক্ষেরও বেশি পরীক্ষার্থী ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন। ৪১,০০০ এরও বেশি পরীক্ষার্থী ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে‌ন। জানা গিয়েছে, পাশের হার ৯১.৪৬ শতাংশ।

অতিমারির কারণে মাঝ পথেই বন্ধ হয়েছিল পরীক্ষা। ১ জুলাই থেকে ফের পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু দেশে ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় পরীক্ষা বাতিল করা হয়। ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতেই নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Previous articleজাতীয় সড়কে ট্রাফিক গার্ড বাঘ !
Next articleদশম শ্রেণীর ফলাফল প্রকাশ করল CBSE, পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী