এটিকে ও মোহনবাগান একসঙ্গে যুক্ত হওয়ার পর গত মরশুমের সুপারস্টার রয় কৃষ্ণার সঙ্গে চুক্তি নবিকরণ করেছে আইএসএল ফ্র্যাঞ্চাইজি। তবে প্রথম বোর্ড মিটিংয়ে সরকারিভাবে পথচলা শুরু করার পর এই প্রথম কোনও ফুটবলারের সঙ্গে চুক্তি করল এটিকে-মোহনবাগান।
মোহনবাগান ও এটিকে, দুই দলের হয়েই প্রতিনিধত্ব করা এবং দুই ক্লাবের সাফল্যে অবদান রাখা প্রবীর দাসকে দীর্ঘমেয়াদী ভিত্তিতে ধরে রাখল আইএসএল চ্যাম্পিয়নরা। রাইট-ব্যাক প্রবীরের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি বাড়িয়ে নিল এটিকে-মোহনবাগান।
প্রসঙ্গত, ২০১৫ সালে মোহনবাগানে যোগ দেন প্রবীর। ২০১৫-১৬ মরশুমেই বাগানের জার্সিতে ফেডকাপ জেতেন তিনি। মোহনবাগানে খেলেছেন দু’টি মরশুম। তার পর যোগ দেন এটিকেতে। এটিকের জার্সিতে চার বছরে জোড়া আইএসএল চ্যাম্পিয়নের পদক গলায় ঝুলিয়েছেন প্রবীর।
প্রবীর নিজেও এটিকে-মোহনবাগানের সঙ্গে নতুন করে দীর্ঘমেয়াদী চুক্তির পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
