মারণ ভাইরাসকে ‘লিটল ফ্লু’ বলে মন্তব্য করেছিলেন তিনি। এরপর নিজেই আক্রান্ত হন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। আপাতত প্রেসিডেন্ট ভবনে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। কিন্তু নিরাপত্তার ঘেরাটোপে থাকা সত্ত্বেও উটজাতীয় পাখির কামড় খেলেন বলসোনারো।

৭ জুলাই নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। জাইর বলসোনারো প্রেসিডেন্ট ভবনে আইসোলেশনে রয়েছেন। উটজাতীয় ওই পাখির স্থানীয় নাম রিয়া। মাঝেমধ্যে তাদের খেতে দেন প্রেসিডেন্ট। বুধবারও তাদের খাওয়াতে গিয়ে একটি পাখি তাঁর হাতে ঠোঁট বসিয়ে দেয়। তবে চিকিৎসক আশ্বস্ত করেছেন, বড় কোনও ক্ষত হয়নি।
