লাদাখ সীমান্তের সমস্ত ফ্ল্যাশপয়েন্টে উত্তেজনা প্রশমের পথে হাঁটছে চিন ও ভারত। সীমান্তে চতুর্থ দফার সেনা পর্যায়ের বৈঠকে এমনই তথ্য পাওয়া গিয়েছে । এক একটি ধাপে ধাপে দুই তরফের সেনার ‘ডিসএনগেজমেন্ট’ হবে বলে ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে ।এই বৈঠক চলাকালীন শেষ পর্যায়ে লাদাখ সীমান্তে ফিঙ্গার এলাকা থেকে সেনা সরানো শুরু করেছে চিন। সেখানে অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে সেনা বল। ভারতও সেখানে সেনার সংখ্যা কমিয়েছে।
