ভ্যাকসিন নিয়ে বড় খবর! ট্যুইট করলেন ট্রাম্প  

ভাইরাস নিয়ে আতঙ্ক গোটা বিশ্ব। আর এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যুইট। আর সেই ট্যুইটকে ঘিরেই তীব্র চাঞ্চল্য। কী আছে ট্যুইটে ! তিনি ট্যুইটে লিখেছেন, ‘ভ্যাকসিন নিয়ে বড় খবর!’ এর থেকে বেশি আর কিছু লেখেননি ট্রাম্প। কোথায় ও কতদিন ধরে এই ভ্যাকসিন তৈরির কাজ চলছে তা স্পষ্ট নয়। কিন্তু তাঁর এই ট্যুইটের পর অনুমান, করোনা ভ্যাকসিন নিয়ে আমেরিকা থেকে তাড়াতাড়িই ভালো খবর আসতে পারে।

অন্যদিকে, আর এই ভ্যাক্সিনের ক্ষেত্রে সবার আগে যারা আলো দেখাতে শুরু করেছিল, তাদের মধ্য অন্যতম ‘অক্সফোর্ড ইউনিভার্সিটি’। এরাই সবার আগে হিউম্যান ট্রায়াল শুরু করে। তাই সেদিকেই তাকিয়ে বসে আছে গোটা বিশ্ব। আর সেখান থেকে খুব তাড়াতাড়ি কিছু একটা খবর আসতে চলেছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবারই কোনও ইতিবাচক রেজাল্ট আসতে পারে বলে জানা গিয়েছে। আইটিভি-র পলিটিক্যাল এডিটর রবার্ট পেস্টন এমনটাই জানিয়েছেন।

Previous articleনবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী, কী বললেন তিনি?
Next articleভ্যাকসিন নিয়ে আশাবাদী গোটা বিশ্ব, কবে জানা যাবে সুখবর?