কলকাতায় আরও দুই স্টেডিয়ামে সেফ হোম করছে রাজ্য সরকার  

করোনা আক্রান্তদের পরিষেবা দিতে ইডেন গার্ডেন্সের পর এবার যাদবপুরের কিশোর বাহিনী ও কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামকে সেফ হোম তৈরি করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ইডেন গার্ডেনের একটা অংশ পুলিশে আক্রান্তদের জন্য রাখা হয়েছে। পরবর্তী সময়ে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও সেফ হোম করার পরিকল্পনা রয়েছে সরকারের। কিশোর বাহিনীর জন্য পূর্ত দফতরকে ও গীতাঞ্জলি স্টেডিয়ামের জন্য কেএমডিএকে দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতায় এই মুহূর্তে মহামারীতে আক্রান্তের সংখ্যা ১০,৯৭৫।

Previous articleরাজস্থানের স্পিকারের নির্দেশ চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের দ্বারস্থ পাইলট  
Next articleরাজ্যপালের অসম্মানে রাজ্যের ভাবমূর্তি নেতিবাচক হয়: অধীর