রাজ্যপালের অসম্মানে রাজ্যের ভাবমূর্তি নেতিবাচক হয়: অধীর

অধীর চৌধুরী। (ফাইল ছবি)

রাজ্য-রাজ্যপাল সংঘাত নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্যপালের মন্তব্য এবং তার জবাব ঘিরে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত তখন অধীর চৌধুরী টুইট করে বললেন, রাজ্যপালের অসম্মান রাজ্যের নেতিবাচক ভাবমূর্তি প্রদর্শিত করে।


তিনি লেখেন, “রাজ্যপাল তথা আচার্যের সঙ্গে উপাচার্যদের ভার্চুয়াল বৈঠক হলে মাথায় আকাশ ভেঙে পড়ত না। দু পক্ষের মধ্যে এই নিয়ে সংঘাত রাজ্যের শিক্ষা ব্যবস্থার পক্ষে ভালো নয়”।

অধীর চৌধুরীর মতে, রাজ্যপালকে অসম্মান করলে তা রাজ্যের ভাবমূর্তির পক্ষে নেতিবাচক। পাশাপাশি তিনি লেখেন, যদি রাজ্য সরকার মনে করেন রাজ্যপাল সাংবিধানিক রীতি মেনে চলছেন না তাহলে মুখ্যমন্ত্রী তাঁকে সরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে দাবি করছেন না কেন? রাজ্য রাজ্যপাল সংঘাতে বরাবরই বিরোধীরা একটি মধ্যপন্থা নেওয়ার চেষ্টা করেছে।

কিন্তু এক্ষেত্রে অধীর চৌধুরীর মন্তব্য রাজ্যপালের অভিযোগকে পক্ষে সমর্থন জানাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Previous articleকলকাতায় আরও দুই স্টেডিয়ামে সেফ হোম করছে রাজ্য সরকার  
Next articleসিপিআইএমের মিছিল ঘিরে রণক্ষেত্র জলঙ্গী, আহত পুলিশ