Monday, May 19, 2025

গত বছরের তুলনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাড়ল পাশের হার। গত বছর পাশের হার ছিল ৮৬. ২৯ শতাংশ। সেই হার চলতি বছর বেড়ে হয়েছে ৯০.১৩ শতাংশ। শুক্রবার প্রকাশিত হলো উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। এদিন আনুষ্ঠানিক ফল প্রকাশে এই পরিসংখ্যান দেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। তিনি বলেন, পাশের হার ঐতিহাসিক। পাশের হার বেড়েছে ৩.৮৪ শতাংশ।

এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৭৫ হাজার ৩৬৫। তার মধ্যে পাশ করেছে ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ জন। বছর ছাত্রদের পাশের হার ৯০.৪৪ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৯০ শতাংশ। বিজ্ঞান শাখায় পাশের হার ৯৮.৮৩, বাণিজ্য শাখায় ৯২.২২ শতাংশ, কলা বিভাগে পাশের হার ৮৮ শতাংশ। সংসদ সভাপতি মহুয়া দাস জানান, সংখ্যালঘুদের পাশের হার ৮৫.৭৬ শতাংশ। তপশীলি জাতি উপজাতি সম্প্রদায়ের পাশের হার ৮৭.৪০ শতাংশ। ৯০ শতাংশ বা তার বেশি বেশি নম্বর পেয়েছে ৩০ হাজার পরীক্ষার্থী। ৮০ থেকে ৮৯ শতাংশ এর মধ্যে নম্বর পেয়েছে ৮৪ হাজার ৭৪৬ জন পরীক্ষার্থী।

Related articles

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...

বাংলার বদনামের প্রতিবাদ করুন: শিল্পমহলকে আহ্বান মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্প হয় না। বারবার এই অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু একের পর একর বাণিজ্য সম্মেলন ও শিল্পস্থাপনই প্রমাণ...
Exit mobile version