মহামারি পরিস্থিতির মধ্যে আইআইটি-তে ভর্তির ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার টুইট করে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পােখরিয়াল জানান, বর্তমান পরিস্থিতির জেরে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার ভর্তির নিয়ম বদল করা হল। জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষায় সফল হলেই আইআইটিতে ভর্তি হতে পারবে ইচ্ছুক পড়ুয়ারা। এক্ষেত্রে দ্বাদশ শ্রেণীর মার্কশিট দেখা হবে না। জয়েন্ট অ্যাডমিশন বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।

For admissions to #IITs, apart from qualifying the #JEE (Advanced), the eligibility was to secure either minimum score of 75% marks in class XII Board exams or rank among the top 20 percentile in their qualifying examinations. @HRDMinistry @PIB_India @MIB_India @DDNewslive
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) July 17, 2020
উচ্চমাধ্যমিক, আইএসসি ও সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট বোর্ডগুলির যে পরীক্ষা বাকি ছিল, সেই পরীক্ষাগুলির মূল্যায়ন হয়েছে পূর্ববর্তী পরীক্ষার নম্বরের ভিত্তিতে। মূলত সেই কারণেই, দ্বাদশ শ্রেণীর ফলাফলকে এবার আইআইটিতে ভর্তির ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে না কেন্দ্র। প্রসঙ্গত, আইআইটিতে ভর্তি হতে গেলে জয়েন্ট এন্ট্রান্স পাশ করার পাশাপাশি দ্বাদশ শ্রেণীতে ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর পেতে হয়।
