সুখবর : রেল যাত্রীরা এবার পাবেন কেবল কনফার্ম টিকিট!

যাত্রীদের এবার ট্রেনে যাত্রা করার জন্য কোনও ওয়েটিং টিকিটের দরকার পড়বে না ৷

শুক্রবার সাংবাদিক বৈঠকে রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব জানিয়েছেন, আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে ভারতীয় রেল প্যাসেঞ্জার ও ফ্রেট ট্রেন অন ডিমান্ড চালানোয় সক্ষম হয়ে যাবে ৷ অর্থাৎ এবার যাত্রীদের ট্রেনে যাত্রা করার জন্য ওয়েটিং টিকিটের দরকার পড়বে না ৷ যখন চাইবেন তখন সহজেই ট্রেনে যাত্রা করতে পারবেন ৷ বিনোদ কুমার যাদব আরও জানিয়েছেন, আশা করা হচ্ছে ২০২৩ এর মধ্যে উত্তর-পূর্ব রাজ্যের সমস্ত  রাজধানীকে রেলওয়ে নেটওয়ার্কে সঙ্গে যুক্ত করা হয়ে যাবে ৷ ২০২২ ডিসেম্বরের মধ্যে কাটরা থেকে বনিহাল পর্যন্ত অন্তিম স্ট্রেচও সম্পূর্ণ হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে ৷
সবচেয়ে প্রথমে এই সমস্ত রুটে দেওয়া হবে কনফার্ম টিকিট- রেল যাত্রীদের দিল্লি-মুম্বই রুটে সবচেয়ে আগে কনফার্ম টিকিট মিলবে ৷ এই বিষয়ে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে ৷ এরপর দিল্লি-কলকাতা রুটে ট্রেন টিকিট কনফার্ম হওয়ার অপেক্ষাও আর করতে হবে না ৷

Previous articleবিধাননগর পুরনিগমের উদ্যোগে ‘সেফ হোম’ এবার নিকো পার্ক
Next articleঅযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজোর জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চায় ট্রাস্ট