Friday, May 16, 2025

মুখ্যমন্ত্রীর কাজে সন্তুষ্ট বিজেপি! অ্যাথলিট স্বপ্না বর্মন ইস্যুতে মুখ্যমন্ত্রীর পাশে রয়েছে গেরুয়া শিবির, পরিষ্কার জানিয়ে দিল বিজেপি। এমন ঘটনা নজরে আসে না বললেই চলে। বিজেপির রাজ্য সহ সভাপতি তথা জলপাইগুড়ি জেলার প্রাক্তন বিজেপি সভাপতি দীপেন প্রামাণিক পরিষ্কার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যা করেছেন তাতে সন্তুষ্ট তাঁরা।

দীপেন প্রামাণিক বলেছেন, “স্বপ্না রাজবংশী সমাজের নয়নের মণি। তাঁর বাড়িতে এই ধরনের হানা দেওয়া অন্যায়। সোনার মেয়েকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। মুখ্যমন্ত্রী দেরিতে হলেও ব্যবস্থা নিয়েছেন। আমরা সন্তুষ্ট।” এছাড়াও তিনি বলেন, শুধু সঞ্জয় দত্ত নন। আরও অফিসার এর পিছনে রয়েছেন। তাঁদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া উচিত।

কয়েকদিন আগে স্বপ্নার নতুন বাড়িতে হানা দেন বন দফতরের টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত। শোনা যায়, কাঠ ছিল তাঁর বাড়িতে। এরপর অফিসাররা কাগজ দেখতে চাইলে তা দেখাতে পারেনি স্বপ্নার বাড়ির লোক।

এই ঘটনার পর মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক সম্মেলনে বলেন, “স্বপ্না খুব ভাল মেয়ে। বাংলার গর্ব। আমি ওকে খুব ভালবাসি। বন দফতর ওর বিরুদ্ধে বেআইনি ভাবে কাঠ রাখার মামলা করেছে। আমি তা জানতে পেরেই ওকে ফোন করি। ওর সঙ্গে আমার কথা হয়েছে। আমি ওকে বলেছি এ ব্যাপারে কোনও চিন্তা না করতে।’

মুখ্যমন্ত্রীর এমন পদক্ষেপে খুশি বিজেপি।

Related articles

জেলা সভাপতির বদলে কোর কমিটি ২ জেলার, দুই জেলায় সভাপতি ঘোষণা স্থগিত

দলীয় স্বার্থে সাংগঠনিক জেলার গঠন প্রণালী কেমন হবে, তা নিয়ে স্পষ্ট ধারণা তৃণমূলের সদ্য প্রকাশিত নেতৃত্বের তালিকায়। জেলা...

গাড়ির যান্ত্রিক ত্রুটি-দূষণ পরীক্ষায় রাজ্যে হচ্ছে ১২টি আধুনিক ATS

গাড়ির যান্ত্রিক ত্রুটি ও দূষণ নিয়ে প্রশ্নের সমাধানে রাজ্যে গড়ে উঠছে ১২টি আধুনিক অটোমেটেড টেস্টিং স্টেশন (ATS)। পরিবহন...

পরিচয় জানলে ব্যোমিকাকেও ছাড়তেন না! বিজেপির জাতিবিদ্বেষের পর্দাফাঁস সপা নেতার

মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ কর্ণেল সোফিয়া কুরেশি সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তার জের সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। তবে...

টুটু বোসের ইস্তফা নিয়ে শুক্রবারও সিদ্ধান্ত হল না

শুক্রবারের কার্যকরী সমিতির বৈঠকেও টুটু বোসের(Tutu Bose) ইস্তফা গ্রহন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া গেল না। এর আগে একটা...
Exit mobile version