Sunday, November 16, 2025

মহামারি আবহে অভিনব কায়দায় মানবিক হওয়ার বার্তা ‘চুঁচুড়া আরোগ্য’র

Date:

মারণ ভাইরাসের কোপ পড়লেই প্রতিবেশীদের তিরস্কারের অভিযোগ সামনে আসছিল। এমনকী আক্রান্তদের বাড়িতে ইট-পাটকেল ফেলার অভিযোগ উঠে এসেছে। দিন কয়েক আগে এই ঘটনা ঘটতে রাতের ঘুম উড়েছিল ‘চুঁচুড়া আরোগ্য’র পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্তর। প্রাথমিকভাবে চুঁচুড়া থানায় খবর দিয়ে কোনওরকমে পরিস্থিতি সামলেছিলেন তিনি। কিন্তু পাকাপাকি ভাবে সমস্যা সমাধান করার জন্য উঠে পড়ে লাগেন ইন্দ্রজিৎ দত্ত। মানবিক হওয়ার বার্তা দিতে অভিনব প্রয়াস সৃষ্টি করে ফেলেন। চিত্রনাট্যের মাধ্যমে মানুষকে সচেতন করতে উদ্যোগী হন তিনি।

ইন্দ্রজিৎ দত্তের কথা মতো গোটা আরোগ্যর স্বেচ্ছেসেবকরা যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নেমে পড়েন। আরোগ্যর সদস্য অরিজিত দাস গল্প লিখে ফেলেন। শুক্রবার দুপুরের পর থেকে সেই গল্প নিয়েই শুরু হয় মহড়া। আরোগ্য অফিসে মঞ্চস্থ হয় গোটা নাটক। তা রেকর্ডিং করা হয়। শুক্রবার গভীর রাত পর্যন্ত বসে এডিটিং হয় নাটকটি।

রবিবার সেই নাটকেরই আনুষ্ঠানিক প্রকাশ হয়। এদিন হুগলি-চুঁচুড়া পুরসভার সভাকক্ষে এই অনুষ্ঠানে আরোগ্যর সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন পুরপ্রশাসক গৌরিকান্ত মুখোপাধ্যায়, চুঁচুড়া থানার আই.সি প্রদীপ দাঁ সহ বিশিষ্টজনেরা। সামাজিক দূরত্ব বজায় রেখে এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পর্দায় ১৫মিনিট দৈর্ঘ্যের এই উপস্থাপনা দেখে যথেষ্ট উৎসাহ প্রকাশ করেন চুঁচুড়া থানার আধিকারিক প্রদীপ দাঁ। শহরের বিভিন্ন প্রান্তে এই নাটক টেলিভিশনের মাধ্যমে দেখানোর প্রতিশ্রুতি দেন পুরপ্রশাসক গৌরিকান্ত মুখোপাধ্যায়। ইন্দ্রজিৎ দত্ত বলেন, “এই ভাইরাসকে হারাতে মানুষকে যেমন সচেতন হতে হবে, তেমনই মানবিকও হতে হবে।”

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version