Saturday, May 17, 2025

উচ্চমাধ্যমিকে অনন্য নজির থ্যালাসেমিয়া আক্রান্ত বোধায়নের! যা আপনাকেও গর্বিত করবে

Date:

Share post:

প্রতিবন্ধকতা আটকাতে পারে না প্রতিভাকে। সেটাই যেন ফের একবার প্রমাণ করে দিল বোধায়ন অর্ণব। জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই শুরু বোধায়নের। যা আজও চলছে। নিজের লক্ষ্যে স্থির থেকে হার না মানা মানসিকতা নিয়েই এগিয়ে চলেছে বহুমুখী প্রতিভার অধিকারী দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর হাই স্কুলের এই কৃতী ছাত্রটি। গান-আবৃত্তি কিংবা ছবি আঁকা, বহু আগেই বোধায়নের সেই শৈল্পিক প্রতিভার পরিচয় মিলেছিল। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও অনন্য নজির থ্যালাসেমিয়া আক্রান্ত বোধায়ন! কলা বিভাগে ৯৩ শতাংশ (৪৪৩, গ্রেড-এ প্লাস) নম্বর পেয়েছে বোধায়ন।

লড়াইটা শুরু সেই তিন মাস বয়স থেকে। থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার শরীরে রক্ত নিতে শুরু করে বোধায়ন অর্ণব। আজও চলছে। পড়াশুনা-গানবাজনা-ছবি আঁকার পাশাপাশি প্রতি মাসেই তাকে লড়াই করতে হয় দুরারোগ্য ব্যাধির সঙ্গে। ইতিমধ্যেই এক জটিল অস্ত্রোপচারও হয় তার। এ সবের মধ্যেই বেঁচে থাকার লড়াইয়ের সঙ্গে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে সে।

বারুইপুর উকিলপাড়া নিবাসি বোধায়নের বাবা অলোক অর্ণব এক বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। লকডাউনের জন্য আপাতত বাড়িতেই বসে তিনি। মা মিতালিদেবী অঙ্গনওয়াড়ি কর্মী। সমস্ত প্রতিবন্ধকতাকে হার মানিয়ে তার এই অসামান্য সাফল্য বাবা-মা’কে যেমন গর্বিত করছে, ঠিক একইভাবে পাড়া-প্রতিবেশি, আত্মীয়-পরিজনরাও তার লড়াই করা সাফল্যের জন্য গর্ববোধ করছে।

কিন্তু তার এই সাফল্যের রহস্য কী?

এখন বিশ্ব বাংলা সংবাদের মুখোমুখি হয়ে বোধায়ন জানায়,
পড়াশুনার নির্দিষ্ট সময় তার ছিল না। তবে নিয়ম করে প্রতিদিন সে স্কুলের ও গৃহশিক্ষক হোম ওয়ার্ক করে ফেলতো। যখন যতটুকু সময় প্রয়োজন, ততটুকু পড়াশুনা সে করতো।

পড়াশুনার বাইর বোধায়নের প্রথম পছন্দ বা ভালোবাসা গান ও আবৃত্তি। প্রতিভার জোরে প্রতিযোগিতার মঞ্চে বহুবার সেরার সেরার সম্মান পেয়েছে বোধায়ন। মায়ের হাত ধরেই সেই ছোট্ট বেলায় গান-আবৃত্তিতে। বহুমুখী প্রতিভার অধিকারী বোধায়নের। পরবর্তীকালে নামি-দামি শিল্পীদের সান্নিধ্যে থেকে ও তালিম নিয়ে আজ সে নিজেই প্রতিষ্ঠিত।

গান তার জীবনের অঙ্গ। তাই গানকে সঙ্গে নিয়েই ভবিষ্যতে এগিয়ে যেতে চায় এই মেধামী ছাত্রটি। বোধায়ন জানায়,
রবীন্দ্রভারতী থেকে প্রিয় রবীন্দ্রসঙ্গীত নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করবে বলে ঠিক করেছে সে।

উচ্চমাধ্যমিকে অনন্য নজির গড়ার পর কী বলছে বোধায়ন? শুনে নিন পুরো সাক্ষাৎকার

 

spot_img

Related articles

রাজ্যজুড়ে পালিত হবে শহিদতর্পণ, আজ থেকে পথে নামছে তৃণমূল

অপারেশন সিন্দুর-এর মধ্যে দিয়ে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভারতীয় সেনা (Indian Army)। দলমত নির্বিশেষে গোটা দেশ সেনার সেই...

বর্ষার বিপর্যয় ঠেকাতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নবান্নের

বাংলা জুড়ে তাপপ্রবাহের (Heatwave)দাপট থাকলেও আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বর্ষা ঢুকেছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিকেল সন্ধ্যার দিকে মাঝেমধ্যেই...

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...