Saturday, November 15, 2025

উচ্চমাধ্যমিকে অনন্য নজির থ্যালাসেমিয়া আক্রান্ত বোধায়নের! যা আপনাকেও গর্বিত করবে

Date:

Share post:

প্রতিবন্ধকতা আটকাতে পারে না প্রতিভাকে। সেটাই যেন ফের একবার প্রমাণ করে দিল বোধায়ন অর্ণব। জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই শুরু বোধায়নের। যা আজও চলছে। নিজের লক্ষ্যে স্থির থেকে হার না মানা মানসিকতা নিয়েই এগিয়ে চলেছে বহুমুখী প্রতিভার অধিকারী দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর হাই স্কুলের এই কৃতী ছাত্রটি। গান-আবৃত্তি কিংবা ছবি আঁকা, বহু আগেই বোধায়নের সেই শৈল্পিক প্রতিভার পরিচয় মিলেছিল। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও অনন্য নজির থ্যালাসেমিয়া আক্রান্ত বোধায়ন! কলা বিভাগে ৯৩ শতাংশ (৪৪৩, গ্রেড-এ প্লাস) নম্বর পেয়েছে বোধায়ন।

লড়াইটা শুরু সেই তিন মাস বয়স থেকে। থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার শরীরে রক্ত নিতে শুরু করে বোধায়ন অর্ণব। আজও চলছে। পড়াশুনা-গানবাজনা-ছবি আঁকার পাশাপাশি প্রতি মাসেই তাকে লড়াই করতে হয় দুরারোগ্য ব্যাধির সঙ্গে। ইতিমধ্যেই এক জটিল অস্ত্রোপচারও হয় তার। এ সবের মধ্যেই বেঁচে থাকার লড়াইয়ের সঙ্গে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে সে।

বারুইপুর উকিলপাড়া নিবাসি বোধায়নের বাবা অলোক অর্ণব এক বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। লকডাউনের জন্য আপাতত বাড়িতেই বসে তিনি। মা মিতালিদেবী অঙ্গনওয়াড়ি কর্মী। সমস্ত প্রতিবন্ধকতাকে হার মানিয়ে তার এই অসামান্য সাফল্য বাবা-মা’কে যেমন গর্বিত করছে, ঠিক একইভাবে পাড়া-প্রতিবেশি, আত্মীয়-পরিজনরাও তার লড়াই করা সাফল্যের জন্য গর্ববোধ করছে।

কিন্তু তার এই সাফল্যের রহস্য কী?

এখন বিশ্ব বাংলা সংবাদের মুখোমুখি হয়ে বোধায়ন জানায়,
পড়াশুনার নির্দিষ্ট সময় তার ছিল না। তবে নিয়ম করে প্রতিদিন সে স্কুলের ও গৃহশিক্ষক হোম ওয়ার্ক করে ফেলতো। যখন যতটুকু সময় প্রয়োজন, ততটুকু পড়াশুনা সে করতো।

পড়াশুনার বাইর বোধায়নের প্রথম পছন্দ বা ভালোবাসা গান ও আবৃত্তি। প্রতিভার জোরে প্রতিযোগিতার মঞ্চে বহুবার সেরার সেরার সম্মান পেয়েছে বোধায়ন। মায়ের হাত ধরেই সেই ছোট্ট বেলায় গান-আবৃত্তিতে। বহুমুখী প্রতিভার অধিকারী বোধায়নের। পরবর্তীকালে নামি-দামি শিল্পীদের সান্নিধ্যে থেকে ও তালিম নিয়ে আজ সে নিজেই প্রতিষ্ঠিত।

গান তার জীবনের অঙ্গ। তাই গানকে সঙ্গে নিয়েই ভবিষ্যতে এগিয়ে যেতে চায় এই মেধামী ছাত্রটি। বোধায়ন জানায়,
রবীন্দ্রভারতী থেকে প্রিয় রবীন্দ্রসঙ্গীত নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করবে বলে ঠিক করেছে সে।

উচ্চমাধ্যমিকে অনন্য নজির গড়ার পর কী বলছে বোধায়ন? শুনে নিন পুরো সাক্ষাৎকার

 

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...