সংক্রমণ মোকাবিলায় ফের সম্পূর্ণ লকডাউনের হচ্ছে বারাসত পুরসভা অঞ্চল। বুধবার, এবিষয়ে সর্বদলীয় বৈঠক ডেকে জেলা প্রশাসন। সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্তে সিলমোহর পড়া সময়ের অপেক্ষা মাত্র। আংশিক লকডাউন শেষ হলেই বারাসত পুরসভা অঞ্চল জুড়ে কমপ্লিট লক ডাউনের পথে যাওয়া হবে। সোমবার বৈঠক করে ঐক্যমতে পৌঁছেছে বারাসত পুরসভার বোর্ড অফ অ্যাডমিনস্ট্রেটর্স। এদিন, বারাসত পুরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায় এবং প্রশাসক অশনি মুখোপাধ্যায়, চম্পক দাস, অরুণ ভৌমিক, পান্নালাল বসু ও তাপস দাসগুপ্ত বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, যেহারে সংক্রমণ বাড়ছে তাঁর মোকাবিলায় সাত থেকে দশদিনের সম্পূর্ণ লকডাউন করা হবে পুর এলাকায়। কেবলমাত্র জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সব দোকানপাট। চলবে যানবাহন।