জনপ্রিয়তায় নয়া রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা নতুন মাইলস্টোন স্পর্শ করল। সোশ্যাল মিডিয়ায় বরাবরই দারুণ জনপ্রিয় ভারতের প্রধানমন্ত্রী। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে তাঁর ফলোয়ার এখন ৬০ মিলিয়ন বা ৬ কোটি। রবিবারই তাঁর ফলোয়ার সংখ্যা ৬ কোটি পার করেছে।
প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নরেন্দ্র মোদি। তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই টুইটার ব্যবহার করেন। ২০০৯ সালে খোলেন টুইটার অ্যাকাউন্ট। আর ২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে ফলোয়ার সংখ্যা হু হু করে বাড়তে থাকে। তিনি নিজেও ফলো করেন ২,৩৫৪টি অ্যাকাউন্ট।
এই মুহূর্তে বিশ্ব রাজনীতিকদের মধ্যে টুইটারে ফলোয়ার সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে ভারতের প্রধানমন্ত্রী। এক নম্বরে আছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর ফলোয়ার সংখ্যা ১২০ মিলিয়ন বা ১২ কোটি। ওবামার পরে দ্বিতীয় স্থানে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ফলোয়ার সংখ্যা ৮৩ মিলিয়ন অর্থাৎ ৮ কোটি ৩০ লক্ষ। আর তৃতীয় স্থানটি মোদির দখলে।