১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পথে ইন্ডিগো

বিশ্ব-মহামারি পরিস্থিতিতে ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পথে ইন্ডিগো। শোনা যাচ্ছে, যাত্রী সংখ্যা কমে যাওয়ার ফলেই এই সিদ্ধান্ত। ৩ সপ্তাহ আগে বিমান সংস্থার প্রধান রণজয় দত্ত জানিয়েছিলেন, এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে প্রায় দু’বছর লাগবে।

কর্মী ছাঁটাই প্রসঙ্গে সোমবার বিমান সংস্থার প্রধান জানান, “এই পরিস্থিতিতে সকলকে কিছু না কিছু আত্মত্যাগ করতে হচ্ছে। আমাদের সংস্থাকে প্রবল অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এই অবস্থাতে কিছু আত্মত্যাগ না করলে আর আকাশে ওড়া যাবে না। তাই আমাদের সংস্থার ব্যবসা বজায় রাখতে অপ্রিয় হলেও কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। মোট কর্মচারীর ১০ শতাংশকে আমরা ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, “দিনের পর দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তাই সবদিক বিচার বিবেচনা করে যাত্রীদের সঠিক পরিষেবা দেওয়ার জন্যই এই দুঃখজনক সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। ইন্ডিগোর ইতিহাসে এই ধরনের মর্মান্তিক ঘটনা আগে কখনই হয়নি।”

Previous articleফের সম্পূর্ণ লকডাউনের পথে বারাসত পুরসভা
Next articleকোনও ধর্মীয় ভাবাবেগকে আঘাত না করেই রোটেশন অনুযায়ী লকডাউন হবে: ফিরহাদ