Tuesday, November 4, 2025

সংক্রমণ ঠেকাতে বাজারের সময়সীমা বেঁধে দেওয়া হল আসানসোল ও দুর্গাপুরে, ছাড় জরুরি পরিষেবায়

Date:

আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে । সংক্রমণ ঠেকাতে এবার নেওয়া হল বিশেষ ব্যবস্থা। আসানসোল মহকুমায় আংশিক লকডাউন ঘোষণা করল মহকুমা প্রশাসন। সোমবার সকাল থেকে বাজার খোলা রাখার সময় বেঁধে দিয়েছে তারা। আসানসোলের পাশাপাশি দুর্গাপুরেও একই নির্দেশিকা জারি করা হয়েছে। দুর্গাপুরে সোমবার থেকে বন্ধ রাখা হচ্ছে মিনিবাস পরিষেবাও।
আসানসোলের মহকুমাশাসক দেবজিৎ গঙ্গোপাধ্যায় বাজার খোলা রাখা সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রবিবার। সেই নির্দেশিকায় বলা হয়েছে, সবজি বাজার ও মল সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা রাখা যাবে। এই তালিকার বাইরে রাখা হয়েছে ওষুধের দোকান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান এবং জরুরি পরিষেবা।

হোটেল ও রেস্তোরাঁ খোলা রাখার ব্যাপারেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এগুলি খোলা রাখা যাবে তবে বসে খাওয়াদাওয়া করা যাবে না বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। শুধুমাত্র হোম ডেলিভারি করার অনুমতি দেওয়া হয়েছে।
মহকুমা প্রশাসনের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় না রাখার জন্য মহকুমায় ভাইরাস সংক্রমণের হার ক্রমেই বৃদ্ধি পেয়েছে। সেই কারণে প্রশাসন বাধ্য হচ্ছে দোকান ও বাজার খোলা রাখার ওপর বিধিনিষেধ আরোপ করতে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আসানসোলের শহর ও গ্রামাঞ্চলে এই নির্দেশ কার্যকর থাকবে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version