মহামারি আবহে বাধ্যতামূলক হয়েছে মাস্ক পরা। দিনের আলোয় পুলিশের ভয়ে মাস্ক পরছেন অনেকেই। কিন্তু সন্ধে নামতেই অনেক ক্ষেত্রে পাল্টে যাচ্ছে সেই চিত্র। মানুষকে সচেতন করতে তাই এবার উদ্যোগ নিলেন কাঁচরাপাড়ার গৌর নাথ। মাস্কের মধ্যেই টুনি লাইট লাগিয়ে মানুষকে সচেতন হওয়ার বার্তা দিচ্ছেন তিনি।
কীভাবে এই মাস্ক তৈরি করলেন তিনি? গৌর নাথ জানিয়েছেন, প্রায় দু’মাস আগে মাস্কের মধ্যে টুনি লাইট লাগানোর কথা ভাবেন তিনি। এরপর তার এবং ব্যাটারির মাধ্যমে টুনি লাইট যুক্ত করা হয় মাস্কে। প্রথম দুবারের চেষ্টায় সাফল্য পাননি তিনি। তৃতীয়বার মাস্কে টুনি লাগাতে পারেন। এই মাস্কের দাম ৯০ টাকা বলে জানিয়েছেন তিনি।
কাঁচরাপাড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের স্পল্ডিং রোডের বাসিন্দা ওই ব্যক্তি একটি কাপড়ের দোকানের কর্মী। স্ত্রী, মেয়ে নিয়ে অভাবের সংসার। গৌর নাথ বলেন, ” পৃথিবী একদিন ভাইরাস মুক্ত হবে। কিন্তু তার আগে আমাদের সচেতন হতে হবে। এই মাস্ক এর মাধ্যমে আমি সচেতনতার বার্তা দিতে চাই।”