বারাকপুর এক পানপুর বিডিও ভাইরাস আক্রান্ত। তিনি কলকাতা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার ও তাঁর সংস্পর্শে আসা অফিসকর্মীরাও হোম কোয়ারেন্টাইনে। কারা ওনার সংস্পর্শে এসেছেন, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে। এই আপতকালীন সময়ে পরিষেবা দেওয়ার জন্য সকাল থেকে বিডিও অফিস স্যানিটাইজ করা হচ্ছে। তার ভাড়া বাড়িও স্থানীয় পানপুর কেউটিয়া পঞ্চায়েতের তরফে স্যানিটাইজ করা হয়েছে। কিন্তু এভাবে সরাসরি আধিকারিক ও প্রশাসনের কর্তাব্যক্তিরা আক্রান্ত হলে কাজ বন্ধ হওয়ার আশঙ্কা।
