মহামারির আবহের মধ্যে ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমি পুজোয় প্রধানমন্ত্রী!  

দেশজুড়ে ভয়াবহ মহামারির পরিস্থিতি। এর মাঝেই রাম মন্দির নির্মাণ শুরু হচ্ছে। তিথি, দিনক্ষণ মিলিয়ে ৫ আগস্ট হবে ভূমি পুজো আর সেই পুজোয় হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল। অভিযোগ, সঙ্কটজনক পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী সংকীর্ণ দলীয় রাজনীতি করতে পিছপা হচ্ছেন না।

সরকারিভাবে বলা হচ্ছে মাত্র কয়েকজনকে নিয়ে এই অনুষ্ঠান করা হবে। কয়েকজন সদস্য, ট্রাস্টের মেম্বার এবং প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্থর স্থাপন করে ভূমি পুজো করবেন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, রাম জন্মভূমি তৈরি করতে ট্রাস্ট গঠন করতে হবে। ফেব্রুয়ারি মাসে ট্রাস্ট গঠন করা হয় সেই ট্রাস্টই এই সিদ্ধান্ত নিয়েছে। ভূমি পুজোয় থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরএসএস প্রধান মোহন ভাগবতও। ইতিমধ্যে রাম মন্দিরের ৬৭ একর জায়গা সমান করা হয়েছে। শোনা যাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ নাকি রাম মন্দিরের একটি নকশা দিয়েছে যে নকশা নাকি ট্রাস্টের সকলের পছন্দ হয়েছে। কত দিনের মধ্যে মন্দির তৈরি হবে এবং খরচা কত হবে, তার সিদ্ধান্ত নেবে এই ট্রাস্ট।

Previous articleভাইরাস আক্রান্ত বিডিও, স্যানিটাইজ হচ্ছে পানপুরের অফিস
Next articleকড়া লকডাউন ঘোষণাতেও মিশ্র প্রভাব কোচবিহারে