শুধু ২৩, ২৫ নয়, ২৯শে মোহনবাগান দিবসেও লকডাউন

করোনা মোকাবিলায় ২৩ এবং ২৫ জুলাই রাজ্য লকডাউন করছে জানা ছিল। এখন বিজ্ঞপ্তির সময় তাতে জোড়া হল ২৯ জুলাই। কেন এবং কোন বিজ্ঞানে এই তারিখ কেউ জানে না। এদিকে ২৯ জুলাই মোহনবাগান দিবস। ১৯১১ সালে এই দিনে ব্রিটিশদের হারিয়ে শিল্ড জিতে পরাধীন ভারতে স্বাধীনতার নেশা ধরিয়েছিল মোহনবাগান। সেদিন নানাভাবে দিনটি পালিত হয়। এখন ইস্টবেঙ্গলকে বাঁচাতে সরকার নেমেছেন ভালো কথা। কিন্তু বেছে বেছে মোহনবাগান দিবসটি তার মধ্যে ফেলায় চরম ক্ষুব্ধ মোহনবাগানিরা।

Previous articleবিজেপিতে যোগ দিলেন ফুটবলার মেহতাব হোসেন
Next articleশুক্রবার পাইলট মামলার রায় দেবে রাজস্থান হাইকোর্ট