এটিকে-র সঙ্গে সংযুক্তিকরণের পরে কলকাতা লিগেও নতুন নামে খেলবে মোহনবাগান।
নতুন নাম নথিভুক্ত করার জন্য ইতিমধ্যেই আইএফএ-তে চিঠি দিয়েছে এটিকে-মোহনবাগান। গভর্নিং বডির সভায় অনুমোদন শুধু সময়ের অপেক্ষা । করোনার জন্য এই মুহুর্তে সভা হচ্ছে না। জানা গিয়েছে, গভর্নিং বডির সদস্যেরা তাঁদের মতামত ই-মেল করে আইএফএ সচিবকে পাঠিয়ে দেবেন।
আইএফএ সূত্রে জানা গিয়েছে, ফুটবলের প্রসারে জার্মানির একটি অ্যাকাডেমি এবং নরওয়ের একটি ক্লাবের সঙ্গে চুক্তি করতে চলেছে আইএফএ।
