Friday, November 14, 2025

একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভায় মমতা বন্দ্যোপাধ্যায়, কী বললেন তিনি?

Date:

  • সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সবস্তরের নেতৃত্ব, সব ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের নেতৃত্ব ও কর্মীদের সম্ভাষণ
  • ধর্মতলায় সভা না করতে পারার জন্য আমরা ব্যথিত ও মর্মাহত
  • হৃদয় ব্যথা নিয়ে সভা করছি
  •  কিন্তু যখন কোন মহামারি আমাদের আক্রান্ত পীড়িত, ব্যথিত করে, তখন সভা বাতিল করা ছাড়া উপায় থাকে না
  • আজকে তৃণমূলের জোড়া ফুল টা এক জায়গায় নয়, ৭২ হাজার ৬৬৩টি বুথে পৌঁছে গিয়েছে
  • সব মহামারিকে দূর করে আগামী বছর একুশে জুলাইয়ে ঐতিহাসিক সভা হবে ধর্মতলায়
  • একুশে জুলাই-এর সভায় শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকেন
  • এবার সেটা সম্ভব না হওয়ায়, দোলা সেন সবার বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীর চিঠি পৌঁছে দিয়েছেন
  • বাম আমলে যত তৃণমূল কর্মী শহিদ হয়েছেন, তাঁদের পরিবারকে সবাইকে সমবেদনা জানাই, সব শহিদকে শ্রদ্ধা জানাই
  • সারা ভারতে যাঁরা শহিদ হয়েছেন, এমনকী দেশ বাঁচাতে সীমান্তে যুদ্ধ যাঁরা শহিদ হয়েছেন তাঁদের শ্রদ্ধা জানাই
  • কোভিডের সঙ্গে লড়াই করতে গিয়ে যে পুলিশ কর্মী, চিকিৎসক, আধিকারিক, দলীয় কর্মী, নেতাদের হারিয়েছি তাঁদের শ্রদ্ধা জানাই
  • আমফানে অনেক জীবন বাঁচাতে পেরেছি, হয়তো জীবিকা বাঁচাতে পারিনি
  • আমফানে যাঁরা ক্ষতিগ্রস্ত তাঁরা ইতিমধ্যেই ক্ষতিপূরণ পেয়েছেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত যাঁরা বাকি আছেন তাঁরাও খুব শীঘ্রই পেয়ে যাবেন
  • তৃণমূল সরকার ক্ষমতায় থাকলে আজীবন বিনামূল্যে রেশন, চিকিৎসা এবং শিক্ষা পাবেন
  • আমফান গিয়েছে, কোভিড চলছে, তাও বাংলার উন্নয়ন থেমে নেই
  • যাঁরা সব সময় আমাদের অপমান করছেন, অবহেলা করছেন; তার বদলা নেওয়া হবে, বদলা নেওয়া হবে মানবিকতা দিয়ে
  • বহিরাগতরা এসে রাজ্যে রাজনীতি করার চেষ্টা করছে, এদের নামও আগে শোনা যায়নি
  • এনপিআর-এনআরসি নামে কীভাবে গণহত্যা হয়েছে সবাই জানে, সেটা আমরা ভুলে যাইনি
  • উদ্বাস্তুরা যাঁরা এসেছেন তাঁরা এদেশেরই নাগরিক, নতুন করে তাদের কী নাগরিকত্ব দেবে কেন্দ্রীয় সরকার?
  • উদ্বাস্তুদের আমরা সম্মান করি
  • আমফানের পরে বিজেপি সাংঘাতিক লাফালাফি করেছিল
  • প্রধানমন্ত্রী ১ ঘণ্টার জন্য রাজ্যে এসেছিলেন, তার জন্য আমি কৃতজ্ঞ
  •  তাঁকে এই সভায় আমি ছোট করব না
  • তিনি যে টাকা দিয়েছিলেন, সেটা সঙ্গে সঙ্গেই আমরা সবাইকে দিয়ে দিয়েছি
  • আদিবাসীদের জমির অধিকার দিয়েছে রাজ্য সরকার
  • বাংলা একমাত্র জায়গা যেখানে মাটিতীর্থ হয়েছে
  • মাটি-কৃষ্টির মাধ্যমে লক্ষাধিক লোকের কর্মসংস্থান হয়েছে
  • বাংলা বড় রাজ্য, প্রায় ১০ কোটি মানুষ আছে
  • অন্য রাজ্যের সঙ্গে বাংলা তুলনা হয় না
  •  অনেক আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলা ঘেরা
  • অস্বীকার করার জায়গা নেই আমরা কোভিড সিচুয়েশনের মধ্যে দিয়ে চলেছি
  • কিন্তু ভয় পাওয়ার কিছু নেই
  •  আমরা টেস্টিংটা অনেক বেশি করছি
  •  আগামী দিনে নিশ্চয়ই এর ওষুধ বেরোবে
  • ১৮০০০ বেড রয়েছে কোভিডের জন্য
  •  ১১০০০ হাসপাতাল রয়েছে
  •  বেডের সংখ্যা ২৩০০০ হয়ে যাবে ১৫ অগাস্টের মধ্যে
  • আমাদের এখানে যা ভাইরাস আক্রান্ত রোগী আছেন তাঁদের মধ্যে মাত্র ৫% আশঙ্কাজনক
  • এখন আইসিএমআর বলেছে ১৪ দিনের বদলে রোগ সেরে গেলেই বাড়ি পাঠিয়ে দেওয়া যাবে, সেই চেষ্টা চলছে, তাতে হাসপাতালের বেডের সংখ্যা বাড়বে
  • কেন্দ্রের ক্ষমতায় আছে বলে গায়ের জোর দেখাচ্ছে
  • ২০১৯-এ কয়েকটা সিট পেয়েছে বলে আস্ফালন করছে
  • উত্তরপ্রদেশে এনকাউন্টারের নাম করে পুলিশকে খুন করা হল, যে অপরাধী তাকেও খুন করা হল, যাতে কোনো তথ্য-প্রমাণ না থাকে
  • ত্রিপুরাতে বিজেপি সরকারের আমলে কেউ কথা বলতে পারে না, ভয়ে মুখ বন্ধ করে আছে
  • অসমে এনআরসি নাম করে চূড়ান্ত অত্যাচার রয়েছে
  • রেলওয়ে, কোল ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া সব বিক্রি করে দেওয়া হচ্ছে
  • কোভিডের নাম করে সাংসদ থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কেটে নেওয়া হচ্ছে
  • অনেক রাজ্য সরকার কর্মীদের বেতন দিচ্ছে না
  • আমরাই একমাত্র রাজ্য সরকার যারা কর্মীদের বেতন দিচ্ছে এবং তাদের ইনক্রিমেন্ট হচ্ছে
  • দারিদ্র দূরীকরণে এক নম্বর বাংলা
  • বেকারত্ব দূরীকরণে এক নম্বর বাংলা
  • বাংলা শিশুমৃত্যুর হার কমেছে
  • হাসপাতলে প্রসবের হার বেড়েছে
  • ‘দিদিকে বলো’-কে অভিযোগ পেয়ে ছলক্ষ লোকের পেনশনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে
  • এখানে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়
  • অন্য রাজ্য থেকে লোক এসে এখান থেকে চিকিৎসা করিয়ে যান
  • তপশিলি ভাইবোনের অন্য প্রকল্পে পেনশন না পেলে জয়বাংলা প্রকল্পে তাদের পেনশন দেওয়া হয়
  • শিক্ষাশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী প্রকল্পে টাকা পাচ্ছেন পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ
  • ৬২ হাজার কোটি টাকা দেনা শোধ করেও টাকা দিচ্ছে রাজ্য সরকার
  • বাংলায় বেকারত্বের হার ৪০% কমে গিয়েছে
  • সবচেয়ে বেশি স্কলারশিপ হয় বাংলায়
  •  কেন্দ্র টাকা দেয় না, রাজ্য দেয়
  • জয় জোহর প্রকল্পে কুড়ি লক্ষ মানুষকে পেনশন দেওয়া হচ্ছে
  • বিনা পয়সায় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা এই রাজ্যে পেনশন পান
  • একজন মানুষ মারা গেলে তার সৎকারে যাতে সমস্যা না হয়, তার জন্য বাংলা সরকার ২০০০ টাকা করে পরিবারকে দেয়
  • কোনদিন শান্তিতে কাজ করতে পারিনি
  • বিজেপি আমলে সমানে লাঞ্ছনা, অপমান, মিথ্যাচারিতা হচ্ছে
  • আমিও একটা মানুষ, আমারও একটা সহ্য সীমা আছে
  • সিপিএম আমলে মেরে আমার সারা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে
  • বিজেপি এখন এসে অপমান করছে, লাঞ্ছনা করছে
  • এই সব সহ্য করে নেব না
  • ৩৪ বছরের বাম শাসনের যদি বাংলার মানুষ সরিয়ে দিতে পারে, বিজেপিকেও বাংলা থেকে নির্মূল করতে পারবে
  • সব রাজ্য শাসন করতে চাইছে বিজেপি, তাহলে আর নির্বাচন কমিশন নির্বাচন, রাজনৈতিক দল রেখে লাভ কী?
  • এখানে কিছু বললেই এনকাউন্টার করে দিচ্ছে
  • সবার স্বাধীনতা হরণ করেছে, সংবাদমাধ্যম, সাংবাদিক, আলোচনা সভা
  • আগামী একুশে মে মাসে বদলা নিয়ে বুঝিয়ে দিতে হবে, বাংলার মানুষই বাংলা শাসন করবে- বহিরাগতরা নয়
  • এজেন্সিকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে
  • ভোটের আগে বিভিন্ন স্তরের মানুষের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাঠাবে বিজেপি
  • ২০১৯ -এ কয়েকটা সিট লম্ফঝম্পও করছে বিজেপি
  • ২০২১-এর ভোটে জামানত জব্দ হবে বিজেপি
  • টাকার লোভে বিজেপিকে ভোট দেবেন না
  • আবার জঙ্গলমহলে অশান্তি সৃষ্টি করার চক্রান্ত করছে
  • আমি কিছু যুব শক্তি চাই যাদের আমি তৈরি করে দিয়ে যাব
  • আমি হয়তো চিরকাল থাকব না, কিন্তু তারা বাংলাকে দেখবে
  • “একুশে জুলাই দিচ্ছে ডাক, বিজেপি বাংলা থেকে বিদায় যাক”
  • ২১ পথ দেখাবে ভারতবর্ষকে
  • সেই নেতা নেতা হয় যে সবাইকে নিয়ে চলে
  • যারা এজেন্সি দিয়ে দেশ চালায়, তারা কখনও নেতা হতে পারে না
  • বাংলায় হচ্ছে চেতনা
  • তৃণমূল সরকারের ওপর আস্থা রাখুন
  • একুশে তৃণমূল সরকার গড়বে
  • অন্যান্যবার যদি ৩০ লক্ষ মানুষকে ধর্মতলার সভায় পেয়ে থাকি, এবার ৫০ লক্ষ মানুষকে এই ভার্চুয়াল সভার মাধ্যমে পেলাম
  • মানুষকে বিনা পয়সায় সাহায্য করুন
  • কয়েকজন যদি দুষ্টুমি করে তাহলে তাদের দেখুন
  • একটা রাজ্য দেখান যেখানে বিনাপয়সায় শিক্ষা-স্বাস্থ্য সব দেয়
  • এবারের পরিকল্পনা ছিল কর্মসংস্থানকে ঢেলে সাজানোর
  • কোভিডের জন্য সেটা সম্ভব হচ্ছে না
  • আগামী দিনে আমরা ছাত্র-যুবদের জন্য কর্মসংস্থান করব
  • স্বপ্ন দেখতে শিখুন, স্বপ্ন দেখতে জানতে হয়
  • স্বপ্নের ভোর নিয়ে আসুন
  • বিজেপিকে ভোট দিলে কী অবস্থা হয়- সেটা ভাটপাড়া, নৈহাটি ব্যারাকপুরে গিয়ে দেখ
  • আস্থা রাখুন জয় হিন্দ, বন্দেমাতরম, জয় বাংলা
  • এ মাটি আমার মাটি, আপনার মাটি, এ মাটি সোনার মাটি, এই মাটি সোনার চেয়েও খাটি
  • বীরভূমের অনেক টাকা খরচা করে কয়লা খনি তৈরি করছি
  • অনেককে রাতের বেলা ফোন করে বলছে, বিজেপিতে চলুন এমএলএ বানিয়ে দেবো
  • তোমাদের মত এমন অদ্ভুত রাজনৈতিক জীবনে দেখিনি
  • অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার কেড়ে নিতে হয়, ছিনিয়ে নিতে হয়
  • তৃণমূলই একমাত্র জায়গা যেখানে শাসন করার লোক আছে, শোষণ করার লোক নেই
  • তাই বলছি যারা অন্য দলে আছেন, তৃণমূলে চলে আসুন
  • কবিতায় স্মরণ রবীন্দ্র-নজরুলকে
  • এই সমাবেশ বুথে বুথে পৌঁছে গিয়েছে
  • রবীন্দ্র-নজরুল, বাংলার জোড়া ফুল
  • পরশুদিন দলীয় দফতরে আবার বৈঠক হবে
  • চিন্তার কারণ নেই, হাম হ্যায় না

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version