আজ শপথ নিচ্ছেন বিকাশরঞ্জন, থাকছেন না ৪ তৃণমূল-সাংসদ

আজ শপথ নেওয়ার কথা রাজ্যসভায় নতুন ৬১ জন সাংসদের৷ তবে রাজ্যসভায় সদ্য নির্বাচিত তৃণমূলের ৪ সাংসদ, সুব্রত বক্সি, দীনেশ ত্রিবেদী, অর্পিতা ঘোষ ও মৌসম নূর শপথ নিচ্ছেন না৷ তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, “নেতৃত্বের সিদ্ধান্ত, আগস্টে কোনও দলীয় নেতা দিল্লি আসবেন না।” জানা গিয়েছে, যারা অনুপস্থিত থাকবেন, অধিবেশন শুরু হলে তাঁদের শপথ নেওয়ার নতুন দিন ধার্য হবে৷

তৃণমূলের সাংসদরা না গেলেও আজ শপথ নিতে দিল্লি গিয়েছেন বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি আজ শপথ নিচ্ছেন৷