সিবিএসই দ্বাদশে অভাবনীয় সাফল্য বোধিভবনের

প্রতিবছরের মতো এ বছরও সিবিএসই দ্বাদশে প্রশংসনীয় ফল বোধিভবন কলেজিয়েট স্কুলের। গত ৫ বছর ধরে সাফল্য ধরে রেখেছে এই স্কুলের ছাত্রছাত্রীরা। সিবিএসই দ্বাদশের ফল প্রকাশের পর স্কুল ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

৯৫.৬ শতাংশ পেয়ে প্রথম হয়েছে শাহ আরকম। দ্বিতীয় স্থানাধিকারী নাম লায়লা আল নাসির। তার প্রাপ্ত নম্বর ৯৫ শতাংশ। ৯৩.৪ শতাংশ নম্বর পেয়ে স্কুলের মধ্যে তৃতীয় হয়েছে মাধব রায়।

স্কুল ভিত্তিক মেধা তালিকায় নাম রয়েছে এদেরও-

দেবাংশ মিশ্র ( ৯২.২ শতাংশ)

অভিষিক্তা বন্দোপাধ্যায় ( ৯০.৬ শতাংশ)

সপ্তশ্ব ঘোষ (৯০.২ শতাংশ)

শুভঙ্কর চক্রবর্তী( ৮৮. ২ শতাংশ)

প্রিয়াঙ্কা ঘোষ (৮৭.৪ শতাংশ)

শুভ্রজ্যোতি দে (৮৫.৮ শতাংশ)

ইন্দ্রাণী সরকার (৮৫.৮ শতাংশ)

রাজর্ষি রায় (৮৫.৬ শতাংশ)

সোহামি খাঁড়া (৮৪ শতাংশ)

চিরশ্রী বিশ্বাস (৮৩.২ শতাংশ)

স্বপ্নময় রায় (৮২.৮ শতাংশ)

অভিরূপ সিনহা( ৮২. ৪ শতাংশ)

নীলার্ঘ্য দাশগুপ্ত( ৮১.৮ শতাংশ)

মহম্মদ সাদাব (৮১.৬ শতাংশ)

অনুভব মুখোপাধ্যায়( ৮১ .২ শতাংশ)

মধুমন্তি মাইতি( ৮১ শতাংশ)

উপায়ন দত্ত (৮০.৪ শতাংশ)

Previous articleবিজেপিতে পুনর্জন্ম! দিল্লির বৈঠকে ডাক পেয়ে যাচ্ছেন শোভন
Next articleবাঘের পথ আটকে একটি বিশালাকার পাইথন! অবাক করা ভিডিও মুহূর্তে ভাইরাল