খরস্রোতা তোর্সার গ্রাসে বাড়ি, চিন্তায় কোচবিহারবাসী

মঙ্গলবারের পরে বুধবার সকাল থেকে ব্যাপক ভাঙন তোর্সা নদীতে। ভাঙনের কবলে ১৫ টি পারে ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গিয়েছে। অতিমাত্রায় ভাঙনে আশঙ্কায় এলাকার বাসিন্দারা। পরিস্থিতি এতটাই শোচনীয় যে স্থানীয় বাসিন্দারা জরুরি ভিত্তিতে নিজেরাই নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইতিমধ্যে প্রায় ১৫ টি বাড়ি ভেঙে গিয়েছে। নদীগর্ভে তলিয়ে গিয়েছে প্রায় ৩৩ টি বাড়ি। এইভাবে চলতে থাকলে অল্প কিছু সময়ের মধ্যেই এলাকার প্রায় সমস্ত পরিবার ভাঙন কবলিত হয়ে পড়বে বলে আশঙ্কা। ইতিমধ্যে প্রশাসনিক তৎপরতায় এলাকায় ত্রিপল এবং ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। যদিও বা এলাকাবাসীর অভিযোগ, প্রশাসন থেকে কোন রকম সহযোগিতা পাননি তাঁরা।

Previous articleডাম্পারের সঙ্গে যাত্রীবোঝাই বাসের সংঘর্ষ, আহত বহু
Next articleকেরল সোনা পাচার কাণ্ডে প্রত্যেক অভিযুক্তেরই জঙ্গি যোগ ! চাঞ্চল্যকর দাবি এনআইএ-এর