সাংবাদিকের মৃত্যুতে শোকজ্ঞাপন করে বিজেপির বিরুদ্ধে তোপ রাহুলের

ভাইঝির শ্লীলতাহানির প্রতিবাদের জেরে প্রাণ গেলো গাজিয়াবাদের সাংবাদিকের। অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা সাংবাদিক বিক্রম যোশীর মাথায় গুলি করার কারণেই বুধবার সকালে মৃত্যু হয় তাঁর, জানিয়েছেন হাসপাতালের ডাক্তাররা। ওই সাংবাদিকের মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

টুইট করে লিখেছেন, ” নিজের ভাইঝির ‘শ্লীলতাহানির’ অভিযোগের জেরে খুন হতে হলো সাংবাদিক বিক্রম যোশীকে। শোকগ্রস্ত পরিবারকে আমার শান্তনা।”

এরপর তিনি নাম না করে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, “কথা ছিল রাম রাজের, দেওয়া হলো গুণ্ডারাজ।”

 

Previous articleভাই করোনা রোগীদের চিকিৎসা করছেন, দাদাকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠালো প্রতিবেশীরা
Next article“আত্মসমর্পণ করো, না হলে দাদার মতো পরিণতি হবে,” ছোটছেলেকে আর্জি বিকাশের মায়ের!