Monday, December 29, 2025

বিজেপিতে পুনর্জন্ম! দিল্লির বৈঠকে ডাক পেয়ে যাচ্ছেন শোভন

Date:

Share post:

তৃণমূল নয়, বিজেপিতেই ফের সক্রিয় হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। দিল্লিতে রাজ্য বিজেপির যে বৈঠক শুরু হয়েছে, সেখানেই ডাক পেলেন শোভন, বিজেপিতে যোগ দেওয়ার প্রায় এক বছর পরে!

২০১৯-এর ১৪ অগাস্ট দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছিলেন তৃণমূল বিধায়ক তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। যোগ দেওয়ার দিনেই অপ্রীতিকর পরিস্থিতি। রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় শোভনের সঙ্গে বিজেপিতে যোগ দিতে সদর দফতরে পৌঁছে যান। সেখানে সাময়িক সমস্যা মিটলও পরের দিন কলকাতায় শোভন-বৈশাখীর সংবর্ধনা, এবং তারপর থেকে বিজেপির কোনও কর্মসূচিতেই আর পাওয়া যায়নি শোভনকে। এ নিয়ে দু’পক্ষের মাঝেমধ্যে কিছু এলোমেলো বিবৃতি প্রকাশ্যে এসেছে। রাজ্য বিজেপির সভাপতি তো এক সময় বিরক্ত হয়ে শোভন-বৈশাখীকে ডাল-ভাত বলতেও পিছপা হননি। কিন্তু একুশের ক্ষমতা দখলের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি পর্বে বিজেপি বুঝতে পারছে, দরকার সব মহলের সহযোগিতা, প্রয়োজন শোভনের মতো নেতৃত্বকেও। দিল্লি থেকে বৈঠকের জন্য আমন্ত্রণ আসা প্রসঙ্গে শোভন মুখ না খুললেও বৈশাখী বলেছেন, দিল্লি কিংবা রাজ্য নেতৃত্বের সঙ্গে আমার যোগাযোগ ছিল। আর এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে ডাক আসাটাও স্বাভাবিক ছিল।

দিল্লি কবে যাচ্ছেন শোভন-বৈশাখী? বৃহস্পতি থেকে রবিবারের মধ্যেই শোভন সম্ভবত যাবেন। শুক্রবার গিয়ে শনিবার বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। যে বৈঠকে অবশ্যই থাকবেন অমিত শাহ, সভাপতি জে পি নাড্ডা ছাড়াও বিএল সন্তোষ, শিব প্রকাশ, কৈলাস বিজয়বর্গীয় অরবিন্দ মেনন এবং অবশ্যই দিলীপ ঘোষ। দিল্লির এই বৈঠক থেকেই বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের পুনর্জন্ম হয় কিনা সেটাই রাজনৈতিক মহলে কোটি টাকার প্রশ্ন।

spot_img

Related articles

তাড়িয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত, পাশে দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক

স্থানীয় বিজেপি সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দেখা না করে তাড়িয়ে দিয়েছেন। অথচ রাজনৈতিক মতভেদের উর্ধ্বে...

উন্নাও ধর্ষণ: সুপ্রিম কোর্টে জামিন খারিজ সেঙ্গারের, নির্যাতিতাকে আইনি সহযোগিতার বার্তা

দিল্লি হাই কোর্টের জামিনের আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। উন্নাও ধর্ষণকাণ্ডে সিবিআই-এর করা মামলায় সুপ্রিম কোর্টে...

ক্যানিংয়ে MLA কাপ ফাইনাল ঘিরে বিশৃঙ্খলা, শিশুসহ আহত ৭!

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং স্টেডিয়ামে এমএলএ কাপের ফাইনালে (MLA Cup in Canning Stadium) চূড়ান্ত বিশৃঙ্খলা। ভিড়ে ঠাসা স্পোর্টস...

মহানগরীতে মদ্যপ মহিলা যাত্রী, বেসামাল তরুণীকে নিরাপদে বাড়ি পৌঁছে মন জিতলেন ক্যাবচালক 

এটাই বাংলা, এটাই কলকাতা। দেশের মধ্যে সবচেয়ে সুরক্ষিত শহর। এই শহরে মহিলারা মধ্যরাতেও নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন। এই...