Friday, November 14, 2025

বিজ্ঞানীদের প্রস্তাব মেনে সিদ্ধান্ত রাজ্য সরকারের: সাপ্তাহিক লকডাউন প্রসঙ্গে ডেরেক

Date:

সপ্তাহে দুটো আলাদা আলাদা দিন কড়া লকডাউন বিজ্ঞানসম্মত। গবেষকদের প্রস্তাব মেনে এই পথে হেঁটেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার সপ্তাহিক লকডাউনের প্রথমদিন বেলা একটা নাগাদ সোশ্যাল মিডিয়ায় লাইভ করে একথা জানালেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, এটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরুর বিজ্ঞানীদের প্রস্তাব।
এইভাবে লকডাউন করলে সংক্রমণ বৃদ্ধির হার কমানো যাবে।
এই পরিস্থিতিতে একটানা 14 দিন কড়া লকডাউন পালন করলে সেটা ভালো হত। কিন্তু সেটা বাস্তবসম্মত নয়। সে ক্ষেত্রে মানুষের জীবিকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভাইরাস বিশেষজ্ঞরা যে প্রস্তাব দিচ্ছেন, আর অর্থনীতিবিদরা যে কথা বলছেন দুটোকে মানতে গেলে টানা 14 দিন লকডাউন এর বদলে সপ্তাহে দুদিন লকডাউন অত্যন্ত কার্যকর। তবে সেটা পরপর দুদিন নয়। এই দুদিনের মাঝখানে ব্যবধান রাখতে হবে।
কিছু বিশেষজ্ঞ দলের মতে, যদি এখনই সতর্ক হওয়া যায় তাহলে অক্টোবর মাসে পুজোর সময় বাংলায় সংক্রমণের সংখ্যা একলাখেকে পৌঁছে যাবে। সেটা আটকাতে এই পদ্ধতি নিয়েছে রাজ্য সরকার। সপ্তাহে একদিন এভাবে করার লকডাউন করলে বিশেষজ্ঞদের মতে সংক্রমণ 40 হাজারে নামিয়ে আনা যাবে। আর দুদিন করলে সেটা কুড়ি হাজার নেমে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
তৃণমূল সাংসদ বলেন, সংখ্যাতাত্ত্বিক গবেষণা পুরোপুরি মেলে না। তবে তার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিতে হয়। ভ্যাকসিনের গবেষণা চলছে। কিন্তু এখনও সেটা সফল হয়নি। তবু সেই গবেষণার উপর ভিত্তি করেই এগোনো হচ্ছে। তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন শুরুর অনেক আগে থেকেই কেন্দ্রকে এ বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নিতে বলেছিলেন। তিনিই প্রথম পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকার নিজেদের স্বার্থেই দেরি করেছে বলে অভিযোগ করেন ডেরেক।
তিনি বলেন, শুধু করোনা নয়, বাংলাকে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের ও মোকাবিলা করতে হয়েছে। সব বিষয়েই সঠিক সিদ্ধান্ত নিয়ে মোকাবিলা করছেন মুখ্যমন্ত্রী। তিনিই প্রথম গণ্ডি কেটে দেখিয়ে দিয়েছিলেন, কীভাবে সামাজিক দূরত্ব মেনে দোকানে নিরাপদে দাঁড়াতে পারবেন ক্রেতারা।
সবশেষে তৃণমূল সাংসদ বলেন, “সতর্ক হোন। সরকার যথেষ্ট সতর্ক আছে, সচেষ্ট আছে। রাস্তায় কাউকে বেরোলে যদি দেখেন সে মাস্ক পড়েনি। তাহলে সঙ্গে সঙ্গে তাকে মাস্ক পরতে বলুন। সুস্থ থাকুন এবং সরকারি গাইডলাইন মেনে চলুন”।

Related articles

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...

বুমরাহের বোলিংয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস, ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত কুলদীপের

ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে...

মহিলা ফ্যাক্টরে বিহারে বাংলা মডেল: ভোটের ফল নিয়ে সাগরিকার নিশানায় BJP

নজিরবিহীন! পুরুষ ভোটারের তুলনায় এবার বিহারে বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) মহিলা ভোটারের সংখ্যা ছিল বেশি। বিহার বিধানসভা...

দিঘা পলাতক ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে! তদন্তে পুলিশ

দিঘা  থেকে পালানো ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে। দিঘার (Digha)একটি স্কুলের একাধিক স্কুল ছাত্ররা নিখোঁজ ছিলেন। অবশেষে তাদের খোঁজ...
Exit mobile version