Sunday, May 18, 2025

সংগঠন আরও মজবুত করতে আজ ভিডিও বৈঠকে মমতা, থাকতে পারে চমক

Date:

Share post:

সঠিক সময়ে রাজ্যে বিধানসভা ভোট হলে হাতে বিশেষ সময় নেই৷ তৃণমূলের লক্ষ্য, জয়ের হ্যাটট্রিক৷ একুশের ভার্চুয়াল মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো দলের কর্মী-সমর্থকদের কাছে আহ্বান জানিয়েছেন, রাজ্যের প্রতিটি কেন্দ্রে বিজেপির জামানত বাজেয়াপ্ত করার৷

লড়াইয়ের এই সুর বেঁধে দেওয়ার পর এবার সংগঠনকে শক্তিশালী করতে দলীয় বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে৷ বাছাই করা রাজ্য স্তরের শীর্ষ নেতা ও জেলার পদাধিকারীদের নিয়ে মমতার এই বৈঠক৷ রাজ্যের উন্নয়নকে সামনে এনে এখন থেকেই শুরু হবে একুশের বিধানসভা নির্বাচনের প্রচার৷

সংগঠনে যেটুকু ফাঁক রয়েছে, তা মেরামত করে নিতেই আজকের এই বৈঠক৷ তাই তৃণমূল সুপ্রিমোর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷

তৃণমূল অন্দরের খবর, যোগ্য কর্মীদের দলের সামনের সারিতে নিয়ে আসা হবে। দলের প্রতি যাঁদের আনুগত্য কমছে, যাঁদের দলত্যাগ করার অভিপ্রায় ফাঁস হয়েছে, তাদের সংগঠনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে৷
একাধিক জেলায় দলের নবীন ও প্রবীণ নেতাদের মধ্যে সামঞ্জস্যের অভাব লক্ষ্য করা যাচ্ছে। এদিকেও আজ বিশেষ নজর দেওয়া হবে৷

এদিকে সূত্রের খবর, আজ বৈঠকের পর. দলনেত্রীর ঘোষণায় একাধিক চমক থাকতে পারে৷

১) দলের রাজ্য কমিটিতে নতুন ‘কার্যকরী সভাপতি’ পদ সৃষ্টি করে দায়িত্বে আনা হতে পারে কোনও জনপ্রিয় নেতাকে৷

২) লোকসভা ভোটে উত্তরবঙ্গে তৃণমূলের ফল একদমই ভালো হয়নি।
উত্তরবঙ্গের সবক’টি জেলার সাংগঠনিক রদবদল হতে পারে৷ ‘বসে যাওয়া’ পুরনো নেতারা দায়িত্বে ফিরতে পারেন৷

৩) কয়েকজন মন্ত্রী একইসঙ্গে দলের জেলা কমিটির দায়িত্বেও আছেন৷ কিছু ক্ষেত্রে দায়িত্বের রদবদল হতে পারে৷

৪) কয়েকটি জেলার পর্যবেক্ষক বদল করা হতে পারে৷

৫) বিভিন্ন শাখা সংগঠনের রাজ্য কমিটি পুনর্গঠিত হতে পারে৷

৫) বিধানসভা ভোটের কথা মাথায় রেখে দলের কিছু সাংসদকে বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে৷

৬) মন্ত্রিসভার কিছু সহকর্মীর দপ্তর রদবদলের বিষয়েও মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারেন৷

এছাড়াও দলের সর্বস্তরের নেতাদের বিশেষ কোনও নির্দেশ দিতে পারেন তৃণমূল নেত্রী৷

spot_img

Related articles

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...

আন্দোলনের নামে গালিগালাজ! প্রকাশ্যে বিকাশ ভবনে আটকে থাকা ২ মহিলা কর্মীর বিস্ফোরক পোস্ট

আন্দোলনের নামে বৃহস্পতিবার বিকাশ ভবনকে ঘিরে যে হিংস্রতা, বর্বরতা, অসভ্যতা এবং ভাঙচুর-হামলার ঘটনা ঘটেছে তা দেখেছেন বাংলার মানুষ৷...

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে লাগাম! পোশাক থেকে চিপস – জারি নির্দেশিকা

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক...

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল এডুকেশন ইন্টারফেস ২০২৫

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ তৈরিতে পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ও ক্যারিয়ার মেলা শুরু হল কলকাতায়। ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ারের উদ্যোগে...