Wednesday, December 3, 2025

হোস্টেলের ঘরে শিক্ষানবিশ মহিলা চিকিৎসকের আত্মহত্যা, চাঞ্চল্য শিয়ালদহ ডেন্টাল কলেজে

Date:

Share post:

ফের কলকাতা শহরে আত্মহত্যার ঘটনা। এবার শিয়ালদহের ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজের এক শিক্ষানবিশ মহিলা চিকিৎসক আত্মহত্যা করলেন। তাঁর নাম মানসী মন্ডল। বছর ছাব্বিশের ওই যুবতী দন্ত চিকিৎসার সার্জারি বিভাগে শিক্ষানবিশ ছিলেন। স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি।

তাঁর মৃতদেহ হোস্টেল নিজের রুমের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তিনি বিবাহিত ছিলেন । তাঁর স্বামী বেঙ্গালুরুতে থাকেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নীলরতন সরকার হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কেন এই ডাক্তারি পড়ুয়া আত্মহত্যা করলেন, তা জানতে তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ।

সূত্রের খবর, ঘরের ভিতর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে এন্টালি থানার পুলিশ। সেই সুইসাইড নোটে আত্মহত্যার কারণ হিসেবে মানসিক অবসাদের কথা লেখা রয়েছে। সুইসাইড নোটে লেখা, জীবনের প্রতি আসক্তি হারিয়ে গিয়েছিল। স্বামী বেঙালুরুতে থাকেন। মার্চ থেকে দেখা হয়নি। একথা বন্ধু বা রুমমেটদের একাধিকবার মানসী জানিয়েছিলেন বলেও জানা গিয়েছে।

আরও জানা গিয়েছে, এদিন সকালে সোয়া ৯টা নাগাদ বন্ধুদের ফোন করেন মানসী। বছর ছাব্বিশের জুনিয়র ডাক্তার বন্ধুদের তখন জানান যে তিনি এখনই কলেজে যাচ্ছেন না। কয়েকটা ওষুধ খেয়ে তারপর যাবেন। কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও তাঁকে কলেজে আসতে না দেখে, শুরু হয় খোঁজাখুঁজি। হস্টেলের ঘরে খোঁজ করতে এসে ঘরের দরজা খুলতে পারেন না লেডিস হস্টেলের সুপার। বিষয়টি তিনি তখনই কলেজ কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মানসীর ঝুলন্ত দেহ উদ্ধার করে। তাঁর স্বামীর সঙ্গে পুলিশ যোগাযোগ করার চেষ্টা করছে বলে জানা গিয়েছে।

spot_img

Related articles

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...

সত্যের জয়: শিক্ষকদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, রায়কে স্বাগত কল্যাণের, বিরোধীদের বিঁধলেন কুণাল

সত্যের জয় হল। বহাল প্রাথমিকে ৩২ হাজার চাকরি। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়ের...