Saturday, January 31, 2026

ভাইরাস সংক্রমিত হতে পারেন বলেই জামিন পেলেন সুমন চট্টোপাধ্যায়  

Date:

Share post:

ভাইরাস সংক্রমণের সম্ভাবনা অন্য বন্দিদের থেকে তাঁর বেশি থাকায় আই-কোর চিটফান্ডকাণ্ডে জামিন পেলেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। বুধবার রায়ে ঠিক এ কথাই উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। শীর্ষ আদালতে জামিনের সওয়ালে বলা হয়, হৃদযন্ত্রের সমস্যা ও ফুসফুসে সংক্রমণ নিয়ে ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন সুমনবাবু৷ শীর্ষ আদালতের বিচারপতি ফালি নরিমান, বিচারপতি নবীন সিনহা ও বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়
ভিডিও কনফারেন্সিংয়ে এই মামলা শুনেছেন৷

২০১৮ সালের ২০ ডিসেম্বর আই-কোর চিটফান্ড মামলায় সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে CBI গ্রেফতার করেছিলো সিবিআই। তখন তিনি ‘এই সময়’ সংবাদপত্রের সম্পাদক ছিলেন তিনি। যদিও পরে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ CBI সুমন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চিটফান্ডের টাকা অন্যত্র সরাতে সাহায্য করার অভিযোগ এনেছে৷ গ্রেফতার করার পর CBI সুমনবাবুকে ভুবনেশ্বর নিয়ে যায়। ফলে একদম প্রথম থেকে তিনি ভুবনেশ্বরে বন্দি ছিলেন৷

অভিযোগ, সুমন চট্টোপাধ্যায় সম্পাদিত সংবাদপত্রের সঙ্গে জড়িত ছিল বেআইনি অর্থলগ্নি সংস্থা আই-কোর। এই সংস্থার টাকা ওই সংবাদপত্রে ঢালা হয়েছিলো৷ বেআইনি অর্থলগ্নি সংস্থা আই-কোর-এর জালিয়াতি প্রকাশ্যে আসতেই CBl তদন্ত শুরু করে৷ আই-কোর চিটফান্ড সংস্থা মালিক অনুকূল মাইতি গ্রেফতার হওয়ার পরেই সুমন চট্টোপাধ্যায়ের নাম জড়ায় ওই কেলেঙ্কারিতে। এরপর CBI একাধিকবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জেরার জন্য ডাকে সুমনাবাবুকে। ২০১৮ সালের ডিসেম্বরের ২০ তারিখে দফায় দফায় দীর্ঘক্ষণ জেরার পর CBI জানায়, সুমন চট্টোপাধ্যায় তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপন করছেন৷ এই অপরাধে সেদিনই এই সাংবাদিককে CBI গ্রেফতার করে ৷

এদিকে সূত্রের খবর, শীর্ষ আদালতের মঞ্জুর করা
জামিনের ভিত্তিতে তিনি বন্দিদশা কাটাতে পারবেন কি’না, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ এর কারণ দ্বিতীয় একটি মামলায় সুমনবাবুর বিরুদ্ধে প্রোডাকশন- ওয়ারেন্ট জারি হয়ে আছে বলে জানা যাচ্ছে। এখন CBI যদি দ্বিতীয় মামলায় তাঁকে হেফাজতে চায়, সেক্ষেত্রে আদালতে সিদ্ধান্ত কী হবে, সেটাই এখন দেখার৷ কারন দ্বিতীয় মামলায় জামিন না হওয়া পর্যন্ত বা আদালত ওই প্রোডাকশন- ওয়ারেন্ট খারিজ না করা পর্যন্ত সুমনবাবুর ‘মুক্তপুরুষ’ হওয়া একটু কঠিন৷ তবে এবিষয়ে বিস্তারিত কিছু জানা যায় নি।

spot_img

Related articles

নন্দনে শুরু চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, আকর্ষণে মেসি–মারাদোনা

কলকাতার নন্দনে (Nandan) আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব...

বাংলাকে ১০ লক্ষ কোটি দেওয়ার দাবি শাহর! শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

ভোট এলেই বাংলার পরিযায়ী বিজেপির রাজনীতিকরা বাংলার বিভিন্ন প্রান্তে এসে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। স্বরাষ্ট্র মন্ত্রী...

বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার: চোট পেয়ে আউট কামিন্স, ব্রাত্য স্মিথও!

অ্যাশেজের সেই পুরনো পিঠের চোটই শেষ পর্যন্ত কাল হলো। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World cup) থেকে ছিটকে গেলেন...

মাধ্যমিক পরীক্ষা বানচালের চেষ্টা! SIR-এ স্কুল শিক্ষকদের চাপে তোপ ব্রাত্যর

রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত যে ১৪০ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে বিএলও মৃত্যুর সংখ্য়াটাও কম নয়। কারো...