Thursday, January 29, 2026

স্বপন দাশগুপ্তকে গোষ্ঠীবাজিতে জড়িয়ে অপ্রিয় করছেন কারা?

Date:

Share post:

স্বপন দাশগুপ্ত বিজেপির নেতা। রাষ্ট্রপতি মনোনীত সাংসদ। সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী।

দিল্লিবাসী হলেও বাঙালী হওয়ার সূত্রে তিনি হতে পারতেন বিজেপির ইতিবাচক মুখ, যা বিজেপির খুব কম।
মোদি থেকে অমিত শাহ, সবাই পছন্দ করেন স্বপনবাবুকে।
দিল্লিতে থেকে হয়ে উঠছিলেন বঙ্গবিজেপির অভিভাবক।
সকলের ঊর্ধ্বে থাকতে পারতেন তিনি। সব ব্যক্তি বা গোষ্ঠীর উপরে তাঁর জায়গা ছিল।
কিন্তু সূত্রের খবর, রাজ্য বিজেপির একটি গোষ্ঠী তাঁকে নিজেদের ছকের রাজনীতিতে জড়িয়ে পক্ষপাতদুষ্ট ইমেজ করে দিচ্ছে। তাঁর সঙ্গে দেখা করে গোষ্ঠীবাজির আলোচনা করে সেটা তাঁর নাম দিয়ে বাজারে ছাড়ছে। এতে অপ্রিয় হচ্ছেন বর্ষীয়ান স্বপনবাবু। স্বার্থসিদ্ধি হচ্ছে কিছু ছকবাজের। ধারণা হচ্ছে স্বপনবাবু নিজে বাংলার ক্ষমতা চান বলে গোষ্ঠীবাজিতে মদত দিচ্ছেন। কিছু কিছু নেতা মিথ্যে তথ্য দিয়ে স্বপনবাবুকে প্রভাবিত করছে। আর তিনি সর্বজনগ্রাহ্য নেতা থেকে নেমে গোষ্ঠীর নেতায় পরিণত হচ্ছেন।
সূত্রটি বলছে, কেন্দ্রের মন্ত্রী থেকে রাজ্যের মুখ- সব হওয়ার ক্ষমতা আছে স্বপনবাবুর। কিন্তু নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একটি গোষ্ঠী স্বপনবাবুর দিল্লির কানেকশন ব্যবহার করতে গিয়ে তাঁকে গোষ্ঠীর নেতা বানিয়ে দিয়েছেন। নিজেদের চক্রান্তমূলক কাজকর্মর সঙ্গে স্বপনবাবুর নাম জড়িয়ে বাজারে ছাড়া হচ্ছে। এতে লাভ হচ্ছে তাদের আর ভাবমূর্তির ক্ষতি হচ্ছে স্বপনবাবুর।

রাজ্য রাজনীতির বাইরে স্বপনবাবু ভালো সম্পর্ক রাখেন বাবুল সুপ্রিয়র সঙ্গে। বাবুলও দিলীপ ঘোষের সঙ্গে একমত হন না। ফলে সেই সুযোগে তাঁকে সেই ছকের গোষ্ঠী কিছু একপেশে তথ্য দেওয়ার চেষ্টা করে।
উল্লেখ্য, দিল্লিতে এখন মুকুল রায় যে বাড়িতে থাকেন, সেটি সাংসদ হিসেবে স্বপন দাশগুপ্তর নামে নেওয়া বলে রটনা।

একটি মহল চাইছে বাবুল- স্বপনকে দিয়ে নিজেদের গোষ্ঠীবাজির স্বার্থসিদ্ধি করাতে। ফলে জনপ্রিয় বাবুলের নামও গোষ্ঠীতে জড়ানো হচ্ছে।

 

spot_img

Related articles

আজকের রাশিফল

মেষ: দুশ্চিন্তার মেঘ কাটছে, গুরুজনের স্বাস্থ্যের উন্নতিতে মনে শান্তি ফিরবে। জীবনসঙ্গীর সঙ্গে রসায়ন জমজমাট। দীর্ঘদিনের লালিত স্বপ্ন সত্যি...

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন...

IND vs NZ T20: বিশ্বকাপের আগে দুরন্ত ব্যাটিং রিঙ্কু-দুবের, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের

নিউজিল্যান্ডের(Newzeland) বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে হার ভারতের(India)। ৫০ রানে জিতল কিউয়িরা। হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরাই থাকল, নিয়মরক্ষার ম্যাচে...